আজ বুধবার এবং আগামীকাল বৃহস্পতিবার পূজার কারণে সরকারি ছুটি থাকলেও কাস্টমস কর্মকর্তাদের ছুটি বাতিল করেছেন জাতীয় রাজস্ব বোর্ড । ছুটি বাতিল হওয়ায় সীমিত পরিসরে কাস্টমস ও বেনাপোল বন্দরে আমদানি রপ্তানি সংক্রান্ত কার্যক্রম চালু থাকবে।বেনাপোল কাস্টমস এর সহকারী কমিশনার তৌওফিকুর রহমান স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে যে তথ্য জানিয়েছেন। সরেজমিনে সকালে বেনাপোল কাস্টমস ও বন্দরে ঘুরে দেখা গেছে কাস্টমসের কর্মকর্তাদের ছুটি বাতিল করায় তারা সকলেই অফিসে উপস্থিত থেকে কাজ করছেন। কাস্টমস কর্মকর্তাদের উপস্থিতি থাকলেও ব্যবসায়ীদের তেমন কোন উপস্থিতি ছিলনা। ব্যবসাহীদের উপস্থিতি না থাকার কারণে রাজস্ব আদায়ের তেমন কোন কাজ হচ্ছে না। ব্যবসায়ীরা বলছেন হঠাৎ করে কাস্টমস কর্মকর্তা পত্রের মাধ্যমে জানিয়েছেন ছুটির দিনে কাস্টমস ও বন্দর খোলা রেখে কার্যক্রম চালু থাকবে। ২/১ দিন আগে তথ্যটা জানালে কাস্টমসে ব্যবসায়ীদের উপস্থিতি থাকতো এবং সরকারের রাজস্ব আদায় হতো। পুজার ছুটির কারনে গতকালই অফিসের স্টাফরা চলে গেছে। এখন কাজ করবে কে? এজন্য কাস্টমস ও বন্দর খোলা থাকলেও আমরা কোন কাজ করতে পারছি না।
বেনাপোল কাস্টমস কর্মকর্তাদের পূজার ছুটি বাতিল
এ বিভাগের আরো খবর/p>