রাজধানীর কারওয়ান বাজার মাছবাজারসংলগ্ন রেললাইনে ঝাঁপ দিয়ে এক যুবক আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।
রোববার রাত ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
ওই যুবকের পরিচয় জানা যায়নি। ট্রেনে কাটা পড়ে তার দেহ ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যায়।
কমলাপুর রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সেকেন্দার আলী বলেন, ‘আমরা খবর পেয়ে রাতে কারওয়ান বাজার মাছপট্টিসংলগ্ন রেললাইন থেকে অজ্ঞাতনামা এক যুবকের মৃতদেহ উদ্ধার করি। তার সমস্ত দেহ ছিন্নভিন্ন হয়ে যায়।’
এসআই আরও জানান, ঘটনাস্থলে থাকা এক নারী তাকে জানিয়েছেন, গত রাতে ওই যুবক রেললাইন দিয়ে হেঁটে যাচ্ছিলেন। সে সময় তেজগাঁওর দিক থেকে একটি ট্রেন আসছিল। তখন যুবককে রেললাইন থেকে টেনে নিয়ে আসেন ওই নারী, কিন্তু ট্রেনটি কাছাকাছি আসার পর যুবক রেললাইনে ঝাঁপ দেন। এতে ট্রেনে কাটা পড়ে তার দেহ ছিন্নভিন্ন হয়ে যায়।
পুলিশ জানায়, আইনি প্রক্রিয়া শেষে যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।