বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

উপহারের আম্রপালি পেলেন আসামের মুখ্যমন্ত্রী

  •    
  • ৩ জুলাই, ২০২২ ১২:৪৪

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সময় দুই প্রতিবেশী দেশ সবচেয়ে বেশি সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মধ্য দিয়ে যাচ্ছে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উপহারের ‘আম্রপালি’ এবার পেয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

আসামের গুয়াহাটিতে বাংলাদেশের সহকারী হাইকমিশনার মোহাম্মদ তানভির মনসুর আমের চালান তুলে দেন মুখ্যমন্ত্রীর মুখ্যসচিব সামির কে সিনহার হাতে।

দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, শুক্রবার রাতে মুখ্যসচিব সামির কে সিনহা প্রায় ২০০ কিলোগ্রাম আমের চালান বুঝে নেন।

গত বছরও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠানো আমের চালান মুখ্যমন্ত্রীর পক্ষে গ্রহণ করেন সামির কে সিনহা।

এক বার্তায় আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সময় দুই প্রতিবেশী দেশ যেকোনো সময়ের তুলনায় সবচেয়ে বেশি সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মধ্য দিয়ে যাচ্ছে।’

এর আগে শেখ হাসিনার পক্ষ থেকে উপহারের আম পাঠানো হয়েছিল ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে।

পরে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার জন্য আম পাঠান প্রধানমন্ত্রী।

২০ জুন আখাউড়া স্থলবন্দর দিয়ে ৮০০ কেজি আম্রপালি আম পাঠানো হয় ত্রিপুরায়। সেদিনই আখাউড়া স্থলবন্দরে আম গ্রহণ করেন ত্রিপুরায় বাংলাদেশের সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ।

কার্গো ওয়ার্ল্ড লজিস্টিকের ব্যবস্থাপনায় ঢাকা থেকে ১৬০টি কার্টনে ৮০০ কেজি আম পৌঁছে স্থলবন্দরে। সোমবার দুপুর পৌনে ১টার দিকে প্রতিষ্ঠানটির স্থানীয় প্রতিনিধি সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান শোয়েব ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী এবং কাস্টমস কর্মকর্তারা আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের কাছে আমগুলো হস্তান্তর করেন।

সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ সাংবাদিকদের বলেন, ‘ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের মানুষের যে আত্মার যোগাযোগ এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এটারই একটি বড় উদাহরণ আমাদের এই নিয়মিত উপহার বিনিময়।

‘আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময়ই এটা করে থাকেন। এ বছরও করেছেন। ত্রিপুরার মুখ্যমন্ত্রীসহ রাজ্যের গণ্যমান্য ব্যক্তিদের কাছে প্রধানমন্ত্রীর এই উপহার যথাযথভাবে পৌঁছে দেয়া হবে।’

এর আগে ১৭ জুন কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ঢাকা থেকে দিল্লি পাঠানো হয় এক হাজার কেজি আম।

গত বছর সবাইকে রংপুরের পদাগঞ্জের বিখ্যাত হাঁড়িভাঙ্গা আম পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী। তিনি এবার পাঠিয়েছেন আম্রপালি আম।

কৃষি বিভাগের তথ্য মতে, সুস্বাদু ও সুমিষ্ট আম্রপালি আম একটি হাইব্রিড জাত। ১৯৭১ সালে এই জাতটি উদ্ভাবন করেন ভারতীয় কৃষি গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানী ড. পীযূষ কান্তি মজুমদার। তিনি ‘দশেরী’ ও ‘নিলম’ জাতের দুটি আমের সংকরায়ণের মাধ্যমে এই জাত উদ্ভাবন করেন। পরে এর নাম দেয়া হয় ‘আম্রপালি’।

ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলার চাকদহে আম্রপালি আম প্রথম রোপণ করা হয়। ভারতীয় আমের এ জাতটি বাংলাদেশে আসে ১৯৮৪ সালে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ এনামুল হক ও চুয়াডাঙ্গার আজাদ হাইব্রিড নার্সারির কর্ণধার আবুল কালাম আজাদের যৌথ উদ্যোগে বাংলাদেশে এই জাত আমদানি করা হয়। নাম দেয়া হয় ‘বারি-৩’। কিন্তু ভারতীয় নাম ‘আম্রপালি’ নামেই এটিকে সবাই চেনে।

এ বিভাগের আরো খবর