বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পত্রিকায় চাকরির বিজ্ঞাপন দিয়ে প্রতারণা, ৪ ভাই গ্রেপ্তার

  •    
  • ২ জুলাই, ২০২২ ১৯:৩৪

পুলিশ জানায়, ২৯ জুন বিকেলে কাউছার ময়মনসিংহের শম্ভুগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসের সামনে গেলে শফিক ও তার ভাই শাহজাহান তাকে ভয়ভীতি দেখিয়ে গৌরীপুরের ভাংনামারী ইউনিয়নের সুতিরপাড়া গ্রামে নিয়ে একটি ঘরে আটকে রাখেন। তারা কাউছারের কিডনি কেটে বিক্রি করার হুমকি ও বেধড়ক মারধর করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন।

পত্রিকায় চাকরির বিজ্ঞাপন দিয়ে প্রতারণার অভিযোগে ময়মনসিংহে চার ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে শুক্রবার গভীর রাতে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে রাত ৮টার দিকে কাউছার হামিদ নামে এক ব্যক্তি ওই চার ভাইকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন গৌরীপুর উপজেলার ভাংনামারী ইউনিয়নের সুতিরপাড়া গ্রামের মুন্সিবাড়ী এলাকার সাবিকুর রহমান, তার ভাই শাহজাহান মিয়া, শামীম হাসান ও সাইদুল ইসলাম।

শনিবার বিকেলে কোতোয়ালি মডেল থানা পুলিশ এসব তথ্য জানায়।

মামলার বরাতে পুলিশ জানায়, প্রতারক চার ভাই কুমিল্লা থেকে প্রকাশিত একটি পত্রিকায় আকর্ষণীয় বেতনে চাকরির বিজ্ঞাপন দেন। ওই বিজ্ঞাপন দেখে চাঁদপুর জেলার ফরিদগঞ্জের মো. কাউছার হামিদ পত্রিকায় দেয়া নাম্বারে ফোন করেন। তাদের কথামতো ৪ মে বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদে তার জীবনবৃত্তান্ত পাঠান।

২৮ জুন কাউছারের নাম্বারে ফোন করে সাবিকুর রহমান পরদিন ময়মনসিংহে তাকে মৌখিক পরীক্ষার জন্য যেতে বলেন।

পুলিশ জানায়, ২৯ জুন বিকেলে কাউছার ময়মনসিংহের শম্ভুগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসের সামনে গেলে শফিক ও তার ভাই শাহজাহান তাকে ভয়ভীতি দেখিয়ে গৌরীপুরের ভাংনামারী ইউনিয়নের সুতিরপাড়া গ্রামে নিয়ে একটি ঘরে আটকে রাখেন। তারা কাউছারের কিডনি কেটে বিক্রি করার হুমকি ও বেধড়ক মারধর করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন।

কাউছার তাদের বুঝিয়ে ৩ লাখ টাকা দেবেন বলে রাজি করেন। ৩০ জুন সন্ধ্যার পর ১ লাখ টাকা কাউছার তার পরিবারের কাছ থেকে বিকাশে এনে তাদের দেন। রাত ১১টার দিকে কাউছারকে ছেড়ে দেন তারা।

কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন নিউজবাংলাকে বলেন, এ ঘটনায় শুক্রবার রাত ৮টার দিকে ওই চার ভাইকে আসামি করে থানায় প্রতারণার মামলা করেন কাউছার। মামলার পর রাতেই অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন চারজন।

এ বিভাগের আরো খবর