বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘কালো মানিক প্লে’কে দেখতে ভিড়

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২ জুলাই, ২০২২ ১৮:৫০

গরুর মালিক কামরুল ইসলাম জানান, গরুটিকে নিজের সন্তানের মতো পালন করে এত বড় করেছেন। প্রয়োজনের তাগিদে বিদায় দিতে হবে তাকে। বাজারে তোলার উদ্দেশ্যে ইতিমধ্যে ষাঁড়টিকে গোয়াল থেকে বের করা হয়েছে।

সাতক্ষীরার তালা সদরের শিবপুর গ্রামের একটি ষাঁড়ের ওজন ৩০ মণ। ফ্রিজিয়ান জাতের এ গরুকে নিজের সন্তানের মতো পালন করেছেন কামরুল ইসলাম।

ভালোবেসে নাম রেখেছেন ‘কালো মানিক প্লে’। এবারের কোরবানি ঈদে গরুটির দাম ১২ লাখ টাকা চেয়েছেন তিনি।

তালা সদরের শিবপুর গ্রামের খামারি কামরুল ইসলাম এই ষাঁড় কোরবানির হাটে তোলার জন্য গোয়াল থেকে বের করেছেন। এত বড় গরুটি দেখতে প্রতিদিন উৎসুক মানুষ ভিড় জমাচ্ছেন কামরুলের বাড়িতে।

তবে ষাঁড়টির ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন কামরুল। তিনি জানান, গরুটিকে নিজের সন্তানের মতো পালন করে এত বড় করেছেন। প্রয়োজনের তাগিদে বিদায় দিতে হবে তাকে। বাজারে তোলার উদ্দেশ্যে ইতিমধ্যে ষাঁড়টিকে গোয়াল থেকে বের করা হয়েছে।

কামরুল আরও জানান, ন্যায্য মূল্য পাওয়ার আশায় বিভিন্ন ব্যাপারীকে দেখাচ্ছেন। এ ছাড়া প্রতিদিন ৪০০ টাকার খাবার দিতে হয় এই গরুকে।

সাতক্ষীরা জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা আব্দুর রউফ বলেন, এবার কোরবানি ঈদে সাতক্ষীরায় বেশ কয়েকটি গরুর মধ্যে ‘কালো মানিক প্লে’ নামের গরুটি উল্লেখ্যযোগ্য।

এ বছর জেলায় ৯ হাজার ৯৩০টি খামারে বলদ, ষাঁড়, গাভী, ভেড়া, মহিষ ও ছাগলসহ মোট ১ লাখ ৮ হাজার ৫টি পশু স্বাস্থ্যসম্মতভাবে কোরবানির জন্য প্রস্তুত করেছেন খামারিরা।

এ বিভাগের আরো খবর