চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল ছলিমপুরে স্থানান্তর করা হচ্ছে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার।
শুক্রবার বিকেলে এ কারাগার নির্মাণের জন্য প্রস্তাবিত সরকারি জায়গা পরিদর্শন করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ।
একই সঙ্গে এ এলাকায় একটি ইকোপার্ক, বিশ্বমানের একটি হাসপাতাল, আইকনিক মসজিদ, বেতার ভবন, জাতীয় তথ্যকেন্দ্র, নভোথিয়েটারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে সরকার। মন্ত্রী এসব জায়গাও পরিদর্শন করেছেন।
এ সময় সংক্ষিপ্ত আলোচনায় সভায় হাছান মাহমুদ বলেন, ‘সলিমপুরে নতুনভাবে যেন কেউ সরকারি জায়গা দখল না করে। সরকারি জায়গা দখল বেআইনি। যারা দখল করেছে তাদের পুনর্বাসন করা হবে।’
সরকারি জায়গা যাতে কেউ নতুন করে দখল না করে সেজন্য জেলা প্রশাসনকে সলিমপুরে নোটিশ দেওয়ার নির্দেশ দেন মন্ত্রী।
চট্টগ্রাম সিটি মেয়র মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী, চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান ও চট্টগ্রাম জেলা প্রশাসনের কর্মকর্তা ও সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
এর আগে ২৩ জুন চট্টগ্রাম জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক উন্নয়ন সমন্বয় সভায় সীতাকুণ্ডের জঙ্গল ছলিমপুরে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা গড়ে তোলার পরিকল্পনার কথা জানান চট্টগ্রামের জেলা প্রশাসক।