কুমিল্লার মুরাদনগরে এক নারী মানবাধিকারকর্মীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ ওঠেছে স্থানীয় এক ইউপি সদস্যের বিরুদ্ধে। নবীপুর (পশ্চিম) ইউনিয়নের কোম্পানিগঞ্জ বাজারে ইউপি চেয়ারম্যানের সামনে ২৮ জুন রাতে এ ঘটনা ঘটে।
ওই মানবাধিকার কর্মীর নাম মরিয়ম বেগম। তিনি ইন্টারন্যাশনাল লিগ্যাল এইড ফাউন্ডশনের কর্মী। বর্তমানে তিনি দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।
মরিয়ম বেগম বলেন, ‘নবীপুর (পশ্চিম) ইউপি চেয়ারম্যান ভিপি জাকির হোসেনের সামনে তার ভাতিজা ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার দেলোয়ার হোসেন দলবল নিয়ে আমার ওপর চড়াও হয়। থানায় গেলে পুলিশ মামলা নিতে গড়িমসি করে। তাই মামলা করা হয়নি।’
সিসিটিভির ফুটেজে দেখা যায়, দোকানের সামনে কয়েকজন মানুষের জটলা। এর মধ্যে থেকে তিন ব্যক্তি বোরকা পরা এক নারীকে ধরার চেষ্টা করলে, তিনি ওই দোকানের ভেতর ঢুকে পড়েন। এ সময় দেলোয়ারের লোকজন তার বোরকা ধরে টানাটানি করতে থাকলে, তাদের বাধা দেন জাকির। এক পর্যায়ে দেলোয়ার ও তার লোকজন দোকান থেকে ওই নারীকে টেনে-হিঁচড়ে বের করে নিয়ে যান।
মরিয়ম বেগম বলেন, ‘ভিপি জাকির পরিকল্পিতভাবে আমাকে ডেকে নিয়ে সালিশে বসেন। সেখানে তার ভাতিজা দেলোয়ার এবং তার দলবল আমাকে নির্যাতন করে। দৌড়ে পালানোর চেষ্টা করলে তারা আমাকে ধরে এনে ফের মারধর করে। এক পর্যায়ে আমি অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা উদ্ধার করে দেবীদ্বার উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।’
তিনি আরও বলেন, ‘জাকির হোসেনের চাপে থানায় মামলা নিচ্ছে না পুলিশ। আমি এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।’
এ বিষয়ে মরিয়মের ছেলে আরিফ হোসেন নিউজবাংলাকে বলেন, ‘গত কয়েক বছর ধরে দেলোয়ার আমাদের জমি দখলের চেষ্টা করছে। আমার আম্মা আদালত থেকে স্টে অর্ডার আনে। এতে দেলোয়ার ও জাকির আমাদের জমি দখল করে স্থাপনা নির্মাণ করতে পারছিল না। এ নিয়ে আম্মাকে তারা হত্যার হুমকিও দেয়।’
তিনি আরও বলেন, ‘গত ৩১ জানুয়ারি এই ইউনিয়নে উপনির্বাচন হয়। নির্বাচনে আম্মা দেলোয়ার মেম্বারের হয়ে কাজ করেনি। তাই গত ২৮ জুন রাতে সালিশের কথা বলে আম্মাকে ডেকে নিয়ে মারধর করে তারা।’
অভিযোগ মেনে নিয়েছেন অভিযুক্ত ইউপি সদস্য দেলোয়ার হোসেন। তার দাবি, গালাগালি করায় ওই নারীকে পিটিয়েছেন তিনি।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান জাকির হোসেন বলেন, ‘পুরোনো একটি বিরোধ নিয়ে আমরা বৈঠকে বসেছিলাম। বিষয়টি মীমাংসা করে দিয়েছি।’
মারধরের বিষয়ে জানতে চাইলে বিষয়টি তিনি এড়িয়ে যান।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাশিম বলেন, ‘এক নারী সাধারণ ডায়রি করতে এসেছিলেন। আমরা তাকে মামলা করার পরামর্শ দিই। তারপরও বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেব।’