বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘ভাড়াটিয়া পরিচয়ে’ বাড়িতে ঢুকে বৃদ্ধাকে হত্যা

  •    
  • ২৯ জুন, ২০২২ ০১:৪৩

‘এই বাড়িতে সিসিটিভি রয়েছে, সেগুলোর ফুটেজ দেখার চেষ্টা করছি। তবে কী কারণে এই হত্যাকাণ্ড, তা জানা হয়নি। এ ছাড়া সিআইডিকে জানানো হয়েছে।’

ঢাকার সাভারে বাসা ভাড়া নেয়ার কথা বলে ফ্ল্যাটে প্রবেশ করে এক বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

মরদেহ ময়নাতদন্তের জন্য মঙ্গলবার রাতে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

এর আগে দুপুরে পৌরসভা ৩ নম্বর ওয়ার্ডের ঝিনদবাইদ এলাকার একটি ছয়তলা ভবনের চতুর্থ তলায় এ ঘটনা ঘটে।

নিহত নারীর নাম হাজেরা খাতুন। তার বয়স ৬৫ বছর।

ওই ভবনের নিরাপত্তা কর্মী সাইদুল রহমান জানান, দুপুরে বোরকা পরে বাসা ভাড়ার কথা বলে এক নারী হাজেরা খাতুনের কাছে ৪ তলা রুমে যান। সঙ্গে তিনিও ছিলেন।

কিছুক্ষণ পর তাকে দরজার বাইরে যেতে বলেন ওই নারী ও হাজেরা খাতুন। ওই সময় ছাদের উপরে মিস্ত্রিরা কাজ করছিলেন। কাজ দেখতে সেখানে চলে যান তিনি। এর মধ্যে আবার বৃষ্টিও চলে আসে। বৃষ্টির পর তিনি সেই রুমের দরজা খোলা দেখে ভেতরে যেতেই দেখেন ওই নারীর হাত দড়ি দিয়ে, পা উড়না দিয়ে, মুখে কস্টেপ দিয়ে বাঁধা।

আশেপাশে কেউ নেই, সেই বোরকা পরা নারীও নেই।

পরে ছাদে থাকা মিস্ত্রি ও সাইদুল মিলে হাত, পা ও মুখের বাঁধন খুলে দিয়ে দেখের হাজেরা খাতুন মারা গেছের। পরে ৯৯৯ এ ফোন দিয়ে জানানো হলে পুলিশ এসে বিষয়টি তদন্ত করে।

সাভার মডেল থানার উপপদির্শক (এসআই) জাহিদুর ইসলাম বলেন, ‘দুপুরে ৯৯৯ এর ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। এখানে একজন বৃদ্ধার মরদেহ পড়ে আছে। স্থানীয়দের কাছে জানতে পেরেছি দুপুরে কোনো এক নারী বোরকা পড়ে বাসায় ঢুকেছিলেন।

‘এই বাড়িতে সিসিটিভি রয়েছে, সেগুলোর ফুটেজ দেখার চেষ্টা করছি। তবে কী কারণে এই হত্যাকাণ্ড, তা জানা হয়নি। এ ছাড়া সিআইডিকে জানানো হয়েছে।’

এ বিভাগের আরো খবর