সাতক্ষীরায় নদীতে মাছ ধরতে গিয়ে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন।
শ্যামনগর উপজেলার সুন্দরবনের মাদার নদীতে মঙ্গলবার সকালে তিনি নিখোঁজ হন।
স্থানীয়রা জানান, তাকে খুঁজে বের করার জন্য ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে এসেছে। এ ছাড়া স্থানীয়রা ও স্বজনরাও তাকে খুঁজে বের করার জন্য চেষ্টা চালাচ্ছেন।
নিখোঁজ ৪০ বছরের ওই ব্যক্তির নাম কেরামত গাজী। তার বাড়ি কৈখালী ইউনিয়নের বৈশখালী গ্রামে।
কৈখালী ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম এসব তথ্য নিউজবাংলাকে নিশ্চিত করেছেন।নিখোঁজের জামাতা রাশেদুল ইসলাম নিউজবাংলাকে জানান, সকাল সাড়ে ৬টার দিকে স্ত্রীকে নিয়ে মাদার নদীতে বড়শি দিয়ে মাছ ধরতে যান কেরামত। এ সময় নদীতে মাছ ধরতে পেতে রাখা জালে তার বড়শি আটকে যায়। আটকে যাওয়া বড়শি ছাড়াতে নদীতে ডুব দিয়ে আর ফেরেননি কেরামত। বেশ কিছুক্ষণ অপেক্ষার পর তার স্ত্রীর চিৎকারে এলাকাবাসী ছুটে আসেন।কৈখালী ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম বলেন, ‘সুন্দরবনের মাদার নদীতে মাছ ধরতে গিয়ে একজন নিখোঁজ হয়েছেন বিষয়টি শুনেছি। শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিস ও স্থানীয়রা নিখোঁজ ব্যক্তিকে খোঁজা অব্যাহত রেখেছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।’