রাজধানীর রামপুরায় ট্রাকের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার রাতে রামপুরার কাঁচাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ৪৬ বছর বয়সী মো. রইচ উদ্দিনের বাড়ি নরসিংদীর রায়পুরা থানার কাচারিকান্দি গ্রামে।
হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. মিনহাজ উদ্দিন বলেন, রাত সাড়ে ১১টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে রামপুরা কাঁচাবাজার এলাকা থেকে রইচকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
তিনি জানান, তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
এসআই জানান,রইচের কাছে থাকা কাগজপত্র থেকে জানা গেছে, তিনি স্কয়ার কোম্পানির এসআর হিসেবে কর্মরত ছিলেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
তিনি জানান, এই ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে। হেলপার ও চালককে আটক করা হয়েছে।