নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় স্বামী-স্ত্রীর মধ্যে মোবাইল নিয়ে ঝগড়ার জেরে ‘বিষপানে’ গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শ্বশুর ও শাশুড়িকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে গেছে পুলিশ। ২৫ বছরের গৃহবধূ মেরিনা আক্তার উপজেলার ৮ নম্বর সোনাদিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মাইজচরা গ্রামের মো. মহিউদ্দিনের স্ত্রী।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
পরিবারের বরাতে তিনি জানান, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে মহিউদ্দিনের সঙ্গে মোবাইল ফোন নিয়ে তার স্ত্রী মেরিনার বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে মেরিনা তরল কিছু পান করেন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, জিজ্ঞাসাবাদের জন্য নিহতের শ্বশুর-শাশুড়িকে থানায় নেয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে এ বিষয়ে আইনি পদক্ষেপ নেয়া হবে। ধারণা করা হচ্ছে, বিষ খেয়ে তার মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকে পলাতক স্বামী মহিউদ্দিন।