প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মায় ভেসে পদ্মা সেতুর সৌন্দর্য উপভোগ করতে চাইলে তার ইচ্ছা পূরণের জন্য জাহাজ ‘পরিদর্শন’ প্রস্তুত রাখা হয়েছে বলে নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী জানিয়েছেন।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী চাইলে নদীতে ভেসে পদ্মা সেতুর সৌন্দর্য উপভোগ করতে পারবেন। তার জন্য বাংলাবাজার ঘাটে একটি জাহাজ প্রস্তুত রাখা হয়েছে, নাম পরিদর্শন।’বাংলাবাজার ঘাটে আওয়ামী লীগের সভামঞ্চ এলাকা পরিদর্শন শেষে শুক্রবার সকাল ৯টার দিকে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।শনিবার সকালে পদ্মা সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে তিনি বাংলাবাজার ঘাট এলাকায় জনসভায় যোগ দেবেন। এই সভায় বিপুল মানুষের সমাগমের আশা করছেন ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা।খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘আমরা সব ধরনের প্রস্তুতি শেষ করেছি। সড়ক ও নৌপথে সাধারণ মানুষ সহজভাবে যেন সভাস্থলে আসতে পারে সে জন্য সব ব্যবস্থা নিয়েছি। ঘাট এলাকায় অতিরিক্ত পন্টুন প্রস্তুত রাখা হয়েছে।’পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে বাংলাবাজার ঘাটে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ, র্যাবসহ বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য দায়িত্ব পালন করছেন। বিভিন্ন মোড়ে মোড়ে বসানো হয়েছে চেকপোস্ট। শুক্রবার জনসভাস্থল পরিদর্শন করেছেন পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, পুলিশের আইজিপি বেনজীর আহমেদসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরিদর্শনকালে তারা সংশ্লিষ্টদের বিভিন্ন নির্দেশনা দেন।