পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে খুলনায় বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রশাসনের পক্ষ থেকে নানা কর্মসূচি নেয়া হয়েছে।খুলনার জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদার বলেন, ‘পদ্মা সেতু আমাদের বিজয়ের প্রতীক; উন্নয়ন, ঘুরে দাঁড়ানো ও হার না মানার প্রতীক।
‘তাই পদ্মা সেতু নির্মাণের অনন্য ইতিহাস ও উদ্বোধন অনুষ্ঠানের মাহেন্দ্রক্ষণের সঙ্গে সবাইকে সম্পৃক্ত করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি নেয়া হয়েছে।’
তিনি জানান, পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি বড় পর্দায় খুলনা জেলা স্টেডিয়াম, দৌলতপুর ও শিববাড়ী এলাকায় প্রদর্শন করা হবে।
পদ্মা সেতু উদ্বোধনের আনন্দবার্তা সবার মাঝে ছড়িয়ে দিতে ২৪ জুন সকাল থেকে দুটি সুসজ্জিত প্রচার ভ্যান থেকে পদ্মা সেতুর ওপর নির্মিত থিম সং এবং প্রোমোশনাল অডিও সম্প্রচার করা হচ্ছে।
খুলনা মহানগরী ও সারা জেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের পোস্টার সাঁটানো হয়েছে।জেলা প্রশাসক বলেন, ‘খুলনার বিভিন্ন সরকারি দপ্তর ও গুরুত্বপূর্ণ স্থাপনায় থাকছে বর্ণিল আলোকসজ্জা। পদ্মা সেতুকে উপজীব্য করে নির্মিত বিশেষ ভিডিওচিত্র প্রদর্শিত হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয়, রেলওয়ে স্টেশন এবং ডাক বিভাগীয় কার্যালয়ের সামনে এলইডি স্ক্রিনে।’
তিনি বলেন, ‘‘২৫ জুন বিকেল ৪টায় জেলা স্টেডিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পটের গান, জেলা শিল্পকলা একাডেমিতে সাংস্কৃতিক পরিবেশনা, ব্যান্ড দল ‘চিরকুট’ এবং ‘বাউল’-এর সংগীত পরিবেশন অনুষ্ঠিত হবে।’’
উদ্বোধন অনুষ্ঠানে যাবেন অর্ধলাখ নেতাকর্মী
খুলনা মহানগর আওয়ালী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা বলেন, ‘পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে খুলনা জেলা ও মহানগর আওয়ামী লীগের অর্ধলাখের বেশি নেতাকর্মী যাবেন। আমরা সেইভাবে প্রস্তুতি নিয়েছি।’
তিনি বলেন, ‘ইতোমধ্যে আমরা পাঁচ শতাধিক পরিবহন ভাড়া করেছি। প্রত্যেক উপজেলায় সেই গাড়ি পাঠানো হয়েছে। শুক্রবার রাত ১০টা থেকে এসব গাড়ি ছাড়া শুরু হবে। শনিবার ভোর ৫টা পর্যন্ত ধারাবাহিকভাবে খুলনা থেকে গাড়ি রওনা দেবে।’
‘এ ছাড়া আমাদের অনেক নেতাকর্মী নিজস্ব গাড়িতে উদ্বোধনী অনুষ্ঠানে যাবেন।’
খুবিতে সরাসরি সম্প্রচার
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস বলেন, ‘বহুল কাঙ্ক্ষিত স্বপ্নের পদ্মা বহুমুখী সেতুর উদ্বোধন অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মেলন কক্ষে প্রদর্শনের ব্যবস্থা নেয়া হয়েছে।’
‘অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের যথাযথ স্বাস্থ্যবিধি মেনে উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে।’
কুয়েট থেকে যাবে ৮ বাস
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) থেকে পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে আটটি বাস করে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
কুয়েটের জনসংযোগ ও তথ্য শাখার পাবলিক রিলেশনস অফিসার রবিউল ইসলাম বলেন, ‘সকালে খুলনা থেকে রওনা দেব। আমরা প্রায় ৫০০ জন পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে যাব।’
‘এ ছাড়া কুয়েটের মেইন গেটের সামনে একটি ডিসপ্লে বোর্ড আছে। সেখানে পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হবে।’