বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে তিতুমীর কলেজের শিক্ষার্থীর মৃত্যু

  •    
  • ২২ জুন, ২০২২ ২২:৫৫

অজ্ঞান পার্টির খপ্পরে পড়া চারজন হলেন, বনানীতে ৪৭ বছরের শফিকুল ইসলাম,মিরপুরের ৩৫ বছর বয়সী ফারুক সিকদার, নারায়ণগঞ্জের ৫০ বছর বয়সী আব্দুল মজিদ এবং কুমিল্লায় ২৩ বছর বয়সী শিক্ষার্থী ইউসুফ রেজা রথি। ওই শিক্ষার্থী পরে ঢাকা মেডিক্যাল কলেজে মারা যান।

রাজধানীর বনানী, মিরপুর এবং নারায়ণগঞ্জ ও কুমিল্লার দাউদকান্দি এলাকায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে চারজন সাড়ে ১২ লাখ খুইয়েছেন। তাদের মধ্যে ঢাকার তিতুমীর কলেজের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

অজ্ঞান পার্টির খপ্পরে পড়া চারজন হলেন, বনানীতে ৪৭ বছরের শফিকুল ইসলাম,মিরপুরের ৩৫ বছর বয়সী ফারুক সিকদার, নারায়ণগঞ্জের ৫০ বছর বয়সী আব্দুল মজিদ এবং কুমিল্লায় ২৩ বছর বয়সী শিক্ষার্থী ইউসুফ রেজা রথি। ওই শিক্ষার্থী পরে ঢাকা মেডিক্যাল কলেজে মারা যান।

বুধবার দুপুর দেড়টা থেকে বিকেল সাড়ে ৪টার মধ্যে এ ঘটনাগুলো ঘটে।

অচেতন অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গিয়ে স্টোম্যাক ওয়াশ করা হয়। তবে রাজধানীর তিতুমীর কলেজের শিক্ষার্থী ইউসুফ রেজাকে হাসপাতালে আনার পর মৃত ঘোষণা করেন চিকিৎসক।

বনানীর কাকলির ঘটনায় শফিকুল ইসলামের ভাই আব্দুস সামাদ বলেন, ‘আমার ভাই কৃষক, ময়মনসিংহের থেকে আট লাখ টাকা নিয়ে ঢাকা আসার পথে বনানীর কাকলিতে একটি বাসে তাকে অজ্ঞান পার্টির সদস্যরা কিছু খাইয়ে সব টাকা নিয়ে চলে যায়। পরে তাকে অচেতন অবস্থায় বাস থেকে নামিয়ে রাস্তায় ওপর রেখে যান বাসের লোকজন। প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল পরে সেখান থেকে ঢাকা মেডিক্যালে নিয়ে যাওয়া হয়।’

তিনি বলেন, ‘আমার ছোট দুই ভাই বিদেশে যাবে, ময়মনসিংহ থেকে আমার ভাই টাকা নিয়ে বনানীতে একটি ট্রাভেল এজেন্ট অফিসে জমা দেয়ার কথা ছিল।’

মিরপুর থেকে ঢাকা মেডিক্যালে নিয়ে যায় ফারুক সিকদারের বোন রুমা আক্তার জানান, তার ভাই কাপড়ের ব্যবসায়ী। আশুলিয়ার জিরাবো বাজারে তার ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। সেখান থেকে মিরপুরে আসার সময় তার কাছে থাকা চার লাখ টাকা নিয়ে যায় অজ্ঞান পার্টির লোকজন। পরে খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে যাওয়া হয়।

নারায়ণগঞ্জ থেকে আব্দুল মজিদ আলী নামের এক ব্যবসায়ী ঢাকায় আসছিলেন। বন্ধন পরিবহনের বাসে আসার সময় অজ্ঞান পার্টির লোকজন তাকে কিছু খাইয়ে অচেতন করে সব টাকা নিয়ে সটকে পড়ে। পরে বাসের এক যাত্রী তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে ভর্তি করান।

ভুক্তভোগীর বাড়ি যশোরে। তিনি পেশায় মাছ ব্যবসায়ী বলে জানা গেছে।

এ ছাড়া কুমিল্লার দাউদকান্দির দক্ষিণ গাজীপুর এলাকা থেকে ইউসুফ রেজা রথি নামের তিতুমীর কলেজের শিক্ষার্থীকে ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

রথির চাচা আবুল কালাম আজাদ বলেন, ‘আমার ভাতিজা ঢাকায় তিতুমীর কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী। সকালে বাসা থেকে মোটরসাইকেলে দাউদকান্দি বাজার পূবালী ব্যাংক শাখা থেকে ৫০ হাজার টাকা তোলে। টাকা তোলার পর তার আশপাশে কিছু মানুষের ভিড় ছিল। বেলা ১২টার দিকে বাড়ির সামনে এসে বাইক থেকে নামার পর অচেতন হয়ে পড়ে যায়। আমরা তাকে তাৎক্ষণিক ঢাকা মেডিক্যালে নিয়ে আসি।’

ঢাকা মেডিক্যাল হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে তিন জনের টাকা খোয়ানো ও একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

ভুক্তভোগীদের কাছ থেকে সাড়ে ১২ লাখ টাকা নিয়ে যাওয়ার কথাও জানান তিনি। ওই শিক্ষার্থীর মরদেহ মর্গে রাখা হয়েছে, সেই সঙ্গে সংশ্লিষ্ট থানায় বিষয়টি জানানো হয়েছে, বলেন বাচ্চু মিয়া।

এ বিভাগের আরো খবর