নওগাঁর পত্নীতলায় চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগে এক প্রতারককে গ্রেপ্তার করেছেন র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।
মঙ্গলবার রাত ২টার দিকে উপজেলার নজিপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুঁইয়ার মোড় এলাকা থেকে অভিযুক্ত প্রতারককে গ্রেপ্তার করা হয়।
বুধবার সকালে র্যাব-৫-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানা গেছে।
গ্রেপ্তার হওয়া অভিযুক্তের নাম জুয়েল চৌধুরী। ৩২ বছর বয়সী এই যুবক সিরাজগঞ্জ জেলার কোবদাসপাড়া গ্ৰামের আব্দুল করিম চৌধুরী ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জয়পুরহাট র্যাব ক্যাম্পের অপারেশনাল দলের কোম্পানি অধিনায়ক মাসুদ রানা ও উপ-অধিনায়ক আমিনুল ইসলামের নেতৃত্বে উপজেলার নজিপুর পৌরসভার পুঁইয়ার মোড়ে অভিযান চালানো হয়। এ সময় ৪৩ হাজার টাকা, একটি ভুয়া নিয়োগপত্র, মৌখিক পরীক্ষার প্রবেশপত্রসহ জুয়েল চৌধুরীকে গ্রেপ্তার করা হয়।
জুয়েল দীর্ঘদিন ধরে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে অনেক সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে লাখ লাখ টাকা আত্মসাৎ করে আসছেন বলে র্যাবের অভিযোগ।
সম্প্রতি ছেলেকে চাকরি দেয়ার কথা বলে জয়নুল নামে এক ব্যক্তির কাছ থেকে ৩ লাখ ৭০ হাজার টাকা নেন জুয়েল। বিনিময়ে ভুক্তভোগীকে একটি ভুয়া প্রবেশপত্র এবং সিআইডির অফিস সহায়ক পদের দুটি ভুয়া নিয়োগপত্র দেন তিনি। এর বিনিময়ে আরও ১ লাখ টাকা দাবি করেন জুয়েল।
এ অবস্থায় জুয়েলের কথাবার্তায় অসামঞ্জস্য ও সন্দেহ দেখা দিলে নিয়োগপত্র নিয়ে টাকা দিতে অস্বীকৃতি জানান ভুক্তভোগী এবং গোপনে র্যাবের টহল দলকে খবর দেন।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জুয়েলকে গ্রেপ্তার ও ভুক্তভোগীকে উদ্ধার করে র্যাব। পরে জুয়েলের বিরুদ্ধে পত্নীতলা থানায় একটি প্রতারণা মামলা করা হয়।
এ বিষয়ে পত্নীতলা থানার ওসি শামসুল আলম শাহ বলেন, ‘রাতে প্রতারক জুয়েলকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। তার বিরুদ্ধে ৪২০ ধারায় প্রতারণা মামলা করেছে র্যাব।’