বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কাঁঠাল বেচতে লটারি

  •    
  • ২১ জুন, ২০২২ ২২:৩৩

স্থানীয় সংবাদকর্মী মো. সামরুজ্জামান জানান, বিশাল কাঁঠালটি বিক্রি করতে রেলগেট বাজারে সকাল থেকে সন্ধা পর্যন্ত বসে ছিলেন আবু কালাম। তবে ৪০০ টাকায় এত বড় কাঁঠাল কিনতে চায়নি কেউ। তার কাছ থেকে এই কাহিনী শুনে সামরুজ্জামানসহ বাজারের ২০ জন লোক বুদ্ধি বের করেন।

কাঁঠালটি বেশ বড়, ৩০ কেজি ওজন। এর দাম ধরা হয়েছিল ৪০০ টাকা। তবুও বিক্রি হচ্ছিল না। এত বড় কাঁঠাল পড়ে পড়ে নষ্ট হবে ভেবে কেউই কিনছিলেন না।

বিক্রেতার আফসোস ঘোচাতে এগিয়ে আসেন কয়েকজন। তারা টাকা তুলে লটারি করেন। বিজয়ী ব্যক্তি পান কাঁঠাল, বিক্রেতাও পেয়ে যান ৪০০ টাকা।

এ ঘটনা ঘটেছে কুষ্টিয়া সদরের দবির মোল্লার রেলগেটে, সোমবার সন্ধ্যায়।

নিউজবাংলাকে ঘটনাটি জানিয়েছেন স্থানীয় সংবাদকর্মী মো. সামরুজ্জামান।

তিনি জানান, সোমবার সকালে বিশাল কাঁঠালটি বিক্রি করতে রেলগেট বাজারে নিয়ে আসেন আবু কালাম কালু। তার বাড়ি উত্তর পাড় সাঁওতা গ্রামে। তিনি দিনমজুর। এই কাঁঠাল বিক্রি করে তিনি চাল-ডাল কিনে বাড়ি ফিরবেন ভেবেছিলেন।

তবে ৪০০ টাকায় এত বড় কাঁঠাল কিনতে চায়নি কেউ। সন্ধ্যা অব্দি অপেক্ষা করেও কোনো ক্রেতা না পেয়ে তিনি হতাশ হয়ে বসে থাকেন। তার কাছ থেকে এই কাহিনী শুনে সামরুজ্জামানসহ বাজারের ২০ জন লোক বুদ্ধি বের করেন।

সামরুজ্জামান জানান, তিনিসহ ওই ২০ জন ২০ টাকা করে জমা করেন। প্রত্যেকের নাম লেখা হয় ছোট কাগজে। সেগুলো ভাঁজ করে বাজারে আসা এক শিশুকে দেয়া হয়। শিশুটি সেখান থেকে একটি নাম লেখা কাগজ তুলে নেয়। তাতে লেখা ছিল বাজারের মুদি দোকানদার মো. হানিফের।

এভাবে কাঁঠালটি যায় হানিফের কাছে, আবু কালামের হাতে তুলে দেয়া হয় সংগৃহীত ৪০০ টাকা।

কালাম জানান, সবার বুদ্ধিতে ক্ষতি থেকে বাঁচলেন। এ কারণে সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। খুশি মনে চাল-ডাল কিনে ফিরে গেছেন বাড়িতে।

এ বিভাগের আরো খবর