বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিএনপি নেতারা কীভাবে পদ্মা পার হবেন, জানতে চান খাদ্যমন্ত্রী

  •    
  • ২১ জুন, ২০২২ ১৮:২০

খাদ্যমন্ত্রী বলেন, ‘ডক্টর ইউনূস চেয়েছিলেন পদ্মা সেতু যেন না হয়। শুধু তিনিই নন, দেশে-বিদেশে অনেকে ষড়যন্ত্র করেছিল। খালেদা জিয়া বলেছিলেন, পদ্মা সেতু আওয়ামী লীগ সরকার করতে পারবে না। সেতু তো হয়ে গেল। এখন খালেদা জিয়া ও বিএনপির নেতারা কি সাঁতার কেটে সেতুর নিচ দিয়ে পদ্মা পার হবেন?’

পদ্মা সেতু হয়ে গেল, এখন খালেদা জিয়াসহ বিএনপি নেতারা সেতুর নিচ দিয়ে সাঁতরে পদ্মা পার হবেন কি না জানতে চেয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

মঙ্গলবার বেলা আড়াইটার দিকে নওগাঁর নিয়ামতপুরে জেলা পরিষদ অডিটোরিয়ামে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী এমন প্রশ্ন তোলেন।

খাদ্যমন্ত্রী বলেন, ‘ডক্টর ইউনূস চেয়েছিলেন পদ্মা সেতু যেন না হয়। শুধু তিনিই নন, দেশে-বিদেশে অনেকে ষড়যন্ত্র করেছিল। খালেদা জিয়া বলেছিলেন, পদ্মা সেতু আওয়ামী লীগ সরকার করতে পারবে না। সেতু তো হয়ে গেল। এখন খালেদা জিয়া ও বিএনপির নেতারা কি সাঁতার কেটে সেতুর নিচ দিয়ে পদ্মা পার হবেন?

‘তারা তো নৌকাতেও মনে হয় উঠবেন না। কারণ নৌকা আওয়ামী লীগের আস্থা ও ভালোবাসার প্রতীক। ২৫ জুন দেশের আরও একটি বড় অর্জন হবে পদ্মা সেতুর উদ্বোধনের মাধ্যমে। এদিন সারা দেশে উৎসব হবে। বিশ্ব দেখবে দেশের টাকায় নির্মিত বিশাল পদ্মা সেতু।’

মন্ত্রী আরও বলেন, ‘শেখ হাসিনার জন্য সবাই দোয়া করবেন। তিনি সুস্থ থাকলে দেশ ভালো থাকবে। দেশ ও জাতির উন্নয়নের জন্য শেখ হাসিনার সরকার বারবার দরকার।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্ল্যাহ আল মামুন।

অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান ফরিদ আহমেদ ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল কালাম আজাদ।

এ বিভাগের আরো খবর