পাবনার কাজিরহাট থেকে আরিচার উদ্দেশে ছেড়ে আসা যানবাহনবোঝাই বীর শ্রেষ্ঠ হামিদুর নামের একটি ফেরি পদ্মার মাঝনদীতে ডুবোচরে আটকা পড়েছে।
সোমবার রাত সাড়ে ৭টার দিকে শিবালয়ে আরিচা ফেরিঘাটের অদূরে এ ঘটনা ঘটে। প্রায় তিন ঘণ্টা চেষ্টার পরও বিআইডব্লিউটিসির উদ্ধারকারী জাহাজ আইটি-৯৪ ফেরিটি উদ্ধার করতে পারেনি। তবে ইঞ্জিনচালিত ট্রলার দিয়ে ফেরিতে থাকা যাত্রীদের আরিচা ঘাটে নিরাপদ স্থানে আনা হয়েছে।
বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ডিজিএম মো. খালেদ নেওয়াজ বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, আরিচা-কাজীরহাট নৌপথে গত কয়েক দিন ধরে নদীতে পানি বৃদ্ধি ও প্রচণ্ড স্রোতের কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। সন্ধ্যায় কাজীরহাট থেকে যাত্রী ও যানবাহনবোঝাই করে বীর শ্রেষ্ঠ হামিদুর রহমান ফেরিটি আরিচার উদ্দেশে ছেড়ে আসে।
একপর্যায়ে প্রচণ্ড স্রোতের টানে নৌপথের মূল চ্যানেলের মার্কিং থেকে সরে গিয়ে আরিচার অদূরে মাঝনদীতে একটি ডুবোচরে আটকে যায় ফেরিটি। এটিকে উদ্ধারের জন্য বিআইডব্লিউটিসির উদ্ধারকারী জাহাজ আইটি-৯৪ চেষ্টা চালাচ্ছে। প্রয়োজনে আরেকটি ফেরি দিয়ে উদ্ধারকাজ চালানো হবে বলেও জানান তিনি।
ফেরির যাত্রী মাহবুবুল আলম ফারুক বলেন, ‘মার্কিং ফলো না করে ভুলে ডুবোচরে ফেরি উঠিয়ে দিয়েছে। ফেরি আটকে যাওয়ার প্রায় তিন ঘণ্টা পর উদ্ধারকারী জাহাজ গেলেও কাজ ধীরগতিতে এগোচ্ছে। দীর্ঘ সময় অপেক্ষার পর ট্রলারে করে আরিচা এসেছি। আটকে পরার পর সবাই আতঙ্কে ছিলাম।’