বাগেরহাটের চিতলমারীতে এক কলেজছাত্রীর বিরুদ্ধে ফেসবুকে ইসলাম ধর্ম ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করে পোস্ট দেয়ার অভিযোগ উঠেছে। ওই ছাত্রীকে পুলিশ থানায় নিয়ে গেলে স্থানীয়রা সেখানে হামলা চালিয়েছে। পুলিশ পরে গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দিয়েছে।
তবে মেয়েটি পুলিশকে জানিয়েছেন, তার ফেসবুক আইডি হ্যাক করা হয়েছে।
চিতলমারী থানায় সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন ১২ পুলিশ সদস্যসহ স্থানীয় কয়েকজন। পুলিশ পরে অন্তত ১২ জনকে আটক করে।
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
বাগেরহাট পুলিশ মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী পরিদর্শক এস এম আশরাফুল ইসলাম জানান, মেয়েটি শেরেবাংলা কলেজে পড়েন। কিছুদিন আগে তার নামে একটি ফেসবুক আইডি থেকে ইসলাম ধর্ম ও মহানবীকে অবমাননা করে একটি পোস্ট দেয়া হয়। সেটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এ নিয়ে এলাকায় উত্তেজনা দেখা দেয়। পুলিশ রোববার রাতে মেয়েটিকে থানা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। মেয়েটি জানিয়েছেন যে তার ফেসবুক আইডি হ্যাক করা হয়েছিল।
সোমবার দুপুরে স্থানীয় কয়েকজন মেয়েটির বিচারের দাবি নিয়ে মিছিল করে থানায় প্রবেশের চেষ্টা করে। পুলিশ বাধা দিলে তারা ইট-পাটকেল ছুড়তে থাকে। পুলিশ তখন ২৪ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। মিছিলকারীরা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদ হোসেনের, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার গাড়ি, চারটি মোটরসাইকেল ও থানার জানালা ভাঙচুর করে।
অতিরিক্ত পুলিশ সুপার রাসেলুর জানান, সংঘর্ষের ঘটনায় ১২ পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশ ১২ জনকে আটক করেছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। এ ছাড়া আটক মেয়েটির ফেসবুক আইডি পরীক্ষা করে দেখা হচ্ছে।