বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পদ্মা খরস্রোতা, দৌলতদিয়ায় গাড়ির দীর্ঘ সারি

  •    
  • ২০ জুন, ২০২২ ১২:২০

ঘাট কর্তৃপক্ষ বলছে, নদীর পানি বেড়ে তীব্র স্রোতের সৃষ্টি হওয়ায় ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এতে করে ফেরিগুলোকে পদ্মা নদী পাড়ি দিতে স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ সময় লাগছে। এ কারণে ঘাট এলাকায় জট সৃষ্টি হচ্ছে।

রাজবাড়ীতে পানি বেড়ে পদ্মা নদীতে তীব্র স্রোতের ‍সৃষ্টি হয়েছে, যাতে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল।

ফেরি চলাচলে বিঘ্নের এ ঘটনায় দৌলতদিয়া ঘাটে অপচনশীল পণ্যবাহী ট্রাক ও বাসের দীর্ঘ সারি দেখা গেছে।

ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের পদ্মার মোড় পর্যন্ত ৬ কিলোমিটারে অপচনশীল শত শত ট্রাকের সারি দেখা গেছে। আটকে পড়া গাড়িগুলোর মধ্যে শতাধিক যাত্রীবাহী বাসও রয়েছে।

ঘাট কর্তৃপক্ষ বলছে, নদীর পানি বেড়ে তীব্র স্রোতের সৃষ্টি হওয়ায় ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এতে করে ফেরিগুলোকে পদ্মা নদী পাড়ি দিতে স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ সময় লাগছে। এ কারণে ঘাট এলাকায় জট সৃষ্টি হচ্ছে।

দীর্ঘ সময় ঘাটে থেকে ভোগান্তিতে পড়েছেন গাড়িচালকরা। ফেরি পেতে ট্রাকচালকদের অপেক্ষা করতে হচ্ছে ৮ থেকে ১০ ঘণ্টা।

যশোর থেকে ছেড়ে আসা ট্রাকচালক ইব্রাহিম মোল্লা বলেন, ‘গত (রোববার) রাত ১০টা থেকে সিরিয়ালে আটকে আছি। এখন (সোমবার) সকাল ৯টা বাজে। এখনও ফেরিতে উঠতে পারিনি।

‘ফেরিতে উঠতে আরও প্রায় ১ ঘণ্টা লাগবে। এত সময় জ্যামে আটকে থাকা যায়, বলেন?’

ঘাট থেকে ৫ কিলোমিটার দূরে সিরিয়ালে থাকা ট্রাকচালক সামাদ মিয়া বলেন, ‘রাত দুইটার দিকে আইসা সিরিয়ালে আটকে আছি। এখনও ঘাট থেকে ৫ কিলোমিটার দূরে প্রায়।

‘এখানে খাবার হোটেল নাই, বাথরুমও নাই। এভাবে খোলা রাস্তায় কতক্ষণ আটকে থাকা যায়? গাড়ি রাইখা কোথাও খাইতেও যাইতে পারতেছি না।’

ফরিদপুর থেকে ঢাকাগামী গোল্ডেন পরিবহনের বাসের যাত্রী আশরাফুল ইসলাম বলেন, ‘সকাল ৭টার দিকে ফরিদপুর থেকে রওনা দিয়েছি। ঘাটে এসে ট্রাকের বড় সিরিয়াল দেখতে পাচ্ছি।

‘যাত্রীবাহী বাসের তেমন সিরিয়াল নেই। ঘণ্টাখানেকের মধ্যেই ফেরি পার হতে পারব বলে মনে হচ্ছে।’

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক প্রফুল্ল চৌহান বলেন, ‘পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। ২০টি ফেরির মধ্যে বর্তমান এ নৌরুটে ছোট-বড় ১৮টি ফেরি চলাচল করছে। যান্ত্রিক ত্রুটি থাকায় দুটি ফেরি বন্ধ রয়েছে।’

এ বিভাগের আরো খবর