সিরাজগঞ্জ শহরে বজ্রপাতে দুইজন মারা গেছেন। আহত হয়েছেন আরও ৪ জন।
সিরাজগঞ্জ শহর থেকে নদীপথে নৌকায় কাওয়াকোলা যাওয়ার সময় শুক্রবার দুপুরে বজ্রপাতে একজনের মৃত্যু হয় এবং আহত হন দুইজন।
৪৫ বছরের আব্দুর রাজ্জাক মুন্সির বাড়ি শহরের ধানবান্ধি এলাকায়। পেশায় তিনি শ্রমিক ছিলেন।
আহত দুইজন সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি আছেন।
শহরের সয়দাবাদ ইউনিয়নের চলমান রেল সেতু প্রকল্পে কাজ করার সময় বজ্রপাতে মারা যান আরও একজন। আহত হয় দুইজন।
১৭ বছরের ওই শ্রমিকের নাম মো. নাসির।
এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ‘সদর থানার দুটি স্থানে দুইজন বজ্রপাতে মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চার জন। আহতদের সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে,তাদের চিকিৎসা চলছে।’