সাক্ষীদের নিরাপত্তা ও সুরক্ষায় আইন প্রণয়নের বিষয়টি সরকারের বিবেচনায় আছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
তিনি জানান, বিচারাধীন মামলা সম্পর্কে দ্রুততম সময়ে সাক্ষীদের অবহিত করার জন্য মোবাইল ফোনে এসএমএস পাঠানোরও উদ্যোগ নেয়া হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে সংসদ অধিবেশনে চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এম. আবদুল লতিফের লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এসব তথ্য জানান।
তিনি বলেন, ‘আদালতে সাক্ষীরা যেনো ভোগান্তি ছাড়া সাক্ষ্য দিতে পারেন সেজন্য জেলাগুলোতে হেল্পডেস্ক স্থাপন করা হয়েছে। সাক্ষীর নিরাপত্তা ও সুরক্ষা আইন প্রণয়নের বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে।’
মন্ত্রী জানান, বিচারাধীন মামলার ধার্য দিন সম্পর্কে সাক্ষীদের দ্রুত জানাতে এবং তাদের প্রতি জারি করা সমন অবিহত করতে মোবাইল ফোনে এসএমএস পাঠানোর উদ্যোগ নেয়া হয়েছে।
এতে সহজে ও স্বল্প খরচে আদালতে সাক্ষীর উপস্থিতি নিশ্চিত হবে এবং দ্রুত মামলার নিষ্পত্তি সম্ভব হবে বলে জানান আইনমন্ত্রী আনিসুল হক।
জাতীয় পার্টির এমপি সৈয়দ আবু হোসেনের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, করোনাকালে বিচারিক সেবা থেকে যেনো কেউ বঞ্চিত না হয়, সেজন্য দেশের সব আদালতে বিচারপ্রার্থী ও আইনজীবীদের ভার্চুয়াল উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগান্তকারী উদ্যোগ।
আইনমন্ত্রী আরও জানান, এই উদ্যোগের কারণে বিচারাধীন জরুরি মামলাগুলো ভার্চুয়াল আদালতে নিষ্পত্তি সম্ভব হয়েছে।