ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ফেসবুকে ‘কটূক্তি’ করায় এক যুবককে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
আটকের পর বুধবার গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বৃহস্পতিবার নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার উজ্জল চন্দ্র রায়ের বাড়ি পীরগঞ্জ উপজেলায়।
ওসি বলেন, ‘হজরত মুহাম্মদ (সা.)-কে কটূক্তি করার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ চলাকালীন গত সোমবার পীরগঞ্জ উপজেলার উজ্জল চন্দ্র রায় তার জুই রায় নামের ফেসবুক আইডি থেকে নবীকে নিয়ে কটূক্তিমূলক পোস্ট করে বিভ্রান্তি সৃষ্টি করেন।
‘এই ঘটনাকে কেন্দ্র করে পরদিন মঙ্গলবার উপজেলার চাপোড় বাজারে উত্তেজনা তৈরি হয়। পরে ওই যুবককে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। বুধবার তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।’