মাদারীপুর সদরে মামাকে কুপিয়ে হত্যার দায়ে আসামি নাসির ব্যাপারীকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। সেইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়।
রায়ে খালাস পেয়েছেন মামলার ৭ আসামি।
জেলার অতিরিক্ত দায়রা জজ লায়লাতুল ফেরদৌস মঙ্গলবার দুপুরে এই রায় দেন।
মৃত্যুদণ্ড পাওয়া নাসির ব্যাপারি পলাতক।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মো. সিদ্দিকুর রহমান সিং এসব তথ্য নিশ্চিত করেছেন।
২০১১ সালের ২ এপ্রিল সদর উপজেলার কুলপদ্বী এলাকায় লিটন তায়ানীকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় তার ভাগ্নে নাসিরসহ ৮ জনকে আসামি করে হত্যা মামলা করেন লিটনের ভাই মিজান তায়ানী।
মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার তৎকালীন পরিদর্শক মিজানুর রহমান সে সময় নাসির ও তার ভাই সুমন ব্যাপারীকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। এতে বাদী আদালতে নারাজি জানালে আদালত অন্য আসামিদেরও অভিযোগপত্রে যুক্ত করে বিচার বিভাগে পাঠায়।
দীর্ঘ যুক্তিতর্ক শেষে এই হত্যা মামলায় নাসিরকে মৃত্যুদণ্ড ও অন্য আসামিদের খালাস দেয় আদালত।
পিপি সিদ্দিকুর জানান, বিয়েবহির্ভূত সম্পর্কের প্রতিবাদ করায় মামাকে হত্যা আসামি নাসির।