ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রার্থী ও স্বতন্ত্র পরিচয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের মধ্যে সহিংসতায় ভোটের পরিবেশ বিঘ্নিত হওয়ায় আরও তিনটি ইউনিয়নে ভোট বন্ধ করে দিয়েছে নির্বাচন কমিশন। এ নিয়ে মোট ৯টি এলাকায় ভোট বন্ধ করে দেয়া হয়েছে, যার মধ্যে আটটি ইউনিয়ন ও একটি পৌরসভা।
বুধবার ভোটের অপেক্ষায় থাকা বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আন্ধারমানিক ও বিদ্যানন্দপুর ইউনিয়ন এবং বরগুনা জেলার তালতলী উপজেলাধীন সোনাকাটা ইউনিয়নে ভোট স্থগিত করা হলো সোমবার।
এর পাশাপাশি টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার আটিয়া ইউনিয়ন নির্বাচনে দায়িত্বে অবহেলার অভিযোগে দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহারের নির্দেশ দেয়া হয়েছে।
নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন পরিচালনা শাখার উপসচিব আতিয়ার রহমান আলাদা চিঠিতে এই নির্দেশনা দেন। ইসির যুগ্ম-সচিব ও পরিচালক (জনসংযোগ) এসএম আসাদুজ্জামান নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
আসাদুজ্জামান বিস্তারিত না জানিয়ে বলেছেন, নির্বাচনি পরিবেশ বিঘ্নিত হওয়ায় ভোট স্থগিত করা হয়েছে।
নির্বাচনি সহিংসতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান। ফাইল ছবি/নিউজবাংলা
গত ফেব্রুয়ারিতে দায়িত্ব পাওয়া কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন গ্রহণযোগ্য নির্বাচনের কথা বলছে। আইনের মধ্য থেকে কঠোর হয়ে ভোটারদের কেন্দ্রে নিয়ে আসার কথাও বলছে। নির্বাচন কমিশন ভোটের প্রথম পরীক্ষায় নামছে ১৫ জুন বুধবার।
সেদিন কুমিল্লা সিটি করপোরেশন ছাড়াও ১৩৫টি ইউনিয়ন, ৫টি পৌরসভা এবং ১টি উপজেলায় ভোট হতে যাচ্ছে। ভোটের প্রচার চলাকালে ক্ষমতাসীন দলের প্রার্থীদের প্রার্থিতা বাতিল, তাদের বিরুদ্ধে মামলার মতো পদক্ষেপে নিয়েছে নির্বাচন কমিশন, যা দেশে বিরলই বলা যায়।
কী হয়েছে আন্ধারমানিক ও বিদ্যানন্দপুরে
রোববার বিকেলে আন্ধারমানিক ইউনিয়নের পশ্চিম ভঙ্গা গ্রামে চশমা মার্কার স্বতন্ত্র প্রার্থী ও মোটরসাইকেল মার্কার স্বতন্ত্র প্রার্থী আব্দুর রহমানের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। এরা দুজনই নৌকার মনোনয়ন না পেয়ে প্রার্থী হয়েছেন।
ভোটের তফসিল ঘোষণার আগে থেকেই দুই পক্ষের বাগবিতণ্ডা ও সহিংসতার খবর পাওয়া যায়।
একই দিন উঠান বৈঠকে হামলা হয় বিদ্যানন্দপুর ইউনিয়নে। ইউনিয়নের বানঘাট এলাকায় স্বতন্ত্র প্রার্থী শাহ আলম মীরের সমর্থকদের ওপর হামলা চালানো হয়। নৌকার প্রার্থী আব্দুল জব্বারের সমর্থকরা এই হামলা চালায় বলে অভিযোগ আছে।
তবে মেহেন্দিগঞ্জ পৌরসভার মেয়র এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন খান দাবি করেছেন, স্বতন্ত্র প্রার্থীরা তাদের ওপর হামলা চালিয়েছে।
সোনাকাটায় কী হয়েছে
নিউজবাংলার বরগুনা প্রতিনিধি রুদ্র রোহান জানান, সোনাকাটা ইউনিয়নে আওয়ামী লীগ মার্কা দিয়েছে সুলতান ফরাজিকে। আওয়ামী লীগের মনোনয়ন না পাওয়া ইউনুস ফরাজি লড়ছেন আনারস প্রতীক নিয়ে।
প্রচার শুরুর পর নৌকার প্রার্থীর সমর্থকরা একাধিকবার স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলা ও নির্বাচনি অফিস, মোটরসাইকেল ভাঙচুর করে। গত ৫ জুন উভয় পক্ষের ২৪ জন আহত হয়। সেদিন স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি একাধিক প্রচার কার্যালয় ও মোটরসাইকেল ভাঙচুর হয়।
বরগুনা জেলার বেতাগী উপজেলাধীন কাজিরাবাদ ইউনিয়ন পরিষদে শনিবার নৌকার প্রার্থী সালাউদ্দিন সুমনের সমর্থকদের হামলায় স্বতন্ত্র কামাল সমর্থক ১০ জন আহত হন। আহতদের বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হয়। ছবি: রুদ্র রোহান
স্বতন্ত্র প্রার্থী ইউনুচ ফরাজি বলেন, ‘প্রচারের সময় আমার লোকজনকে নৌকার প্রার্থী হামলা করে কোণঠাসা করেছিল। আমি মামলা ও অভিযোগ করেছি। নির্বাচনের পরিবেশ নেই, ভোট স্থগিতের সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি।’
তবে নৌকার প্রার্থী সুলতান ফরাজি বলেন, ‘নির্বাচনে হেরে যাবে জেনেই আমার লোকজনের ওপর হামলা করে পরিবেশ ঘোলাটে করেছে স্বতন্ত্র প্রার্থী। নির্বাচন স্থগিত হওয়ায় আমার অনেক বড় ক্ষতি হয়েছে।’
আগের আদেশও সরকারদলীয় প্রার্থীদের কারণে
আগের দিন ভোট স্থগিত হয় মোট তিনটি এলাকায়। এর মধ্যে দুটি ছিল ইউনিয়ন, একটি পৌরসভা।
টাঙ্গাইল মধুপুর উপজেলার আরনখোলা ইউনিয়নে ভোট স্থগিত হয় আওয়ামী লীগ নেতার হুমকিতে। সেখানে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আব্দুর রহিমের পক্ষে প্রচারে অংশ নিয়ে একই উপজেলার মির্জাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান সাদিকুল ইসলামের বিরুদ্ধে ভয়ভীতি দেখানোর অভিযোগ ছিল।
সাদিকুল প্রকাশ্যে বলেন, ‘নির্বাচনে নৌকায় যারা ভোট দিতে নারাজ, দয়া করে কেন্দ্রে আসবেন না। আমরা আশপাশেই অবস্থান করব। এখানে ২ হাজার ৪০০ ভোট রয়েছে, যদি দুই হাজার ভোট কাস্ট হয়, আমরা দুই হাজার ভোটই পেতে চাই।’
বরগুনা জেলার বেতাগী উপজেলাধীন কাজিরাবাদ ইউনিয়ন পরিষদে ভোট স্থগিতের পেছনে কারণ ছিল প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের ওপর হামলা।
এই ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী করেছে সালাউদ্দিন সুমনকে। তার প্রধান প্রতিদ্বন্দ্বী কামাল হোসেন স্থানীয় বিএনপি নেতা। তবে দল নির্বাচন বর্জন করায় প্রার্থী হয়েছেন স্বতন্ত্র হিসেবে।
মাদারীপুরের কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নে এক প্রার্থী মনোনয়নপত্র জমা দিতে গেলে সেটি ছিনিয়ে নেয়ার পাশাপাশি তাকে মারধর করা হয়
গত শনিবার সেই এলাকায় কামাল সমর্থকদের ওপর নৌকা সমর্থকদের হামলার অভিযোগ ওঠে। এ নিয়ে কামাল লিখিত অভিযোগ দেন নির্বাচন কমিশনে। প্রাথমিক তদন্তের পর ভোট স্থগিতের আদেশ দেয়া হয়।
একই দিন ভোট স্থগিত হয় ঝিনাইদহ পৌরসভায়। সেখানে আওয়ামী লীগের প্রার্থী আবদুল খালেকের অনুসারীরা প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের ওপর হামলা করেছেন- এমন অভিযোগ ওঠার পর ২ জুন নৌকার প্রার্থিতা বাতিল করা হয়। ছয় দিন পর হাইকোর্ট নির্বাচন কমিশনের সেই আদেশ এক মাসের জন্য স্থগিত করার পর খালেক প্রচারে ফেরেন।
উচ্চ আদালতের এই আদেশের চতুর্থ দিনের মাথায় সেই এলাকায় ভোট স্থগিত করে দেয় নির্বাচন কমিশন।
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নে গোপন কক্ষে কর্মী রেখে ইলেকট্রনিক ভোটিং মেশিনে বাটন চেপে নিজের পক্ষে ভোট নেয়ার বিষয়ে নিজের পরিকল্পনা প্রকাশ্যেই বলেছিলেন আওয়ামী লীগের প্রার্থী মুজিবুল হক চৌধুরী। তার বক্তব্যের ভিডিও গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর সেটি আমলে নিয়ে গত ৫ জুন সেই ইউনিয়নে ভোট স্থগিত করে দেয়া হয়। পাশাপাশি মুজিবুলের বিরুদ্ধে মামলার নির্দেশ দেয়া হয়।
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নে নৌকার প্রার্থী মুজিবুল হক চৌধুরী গোপন কক্ষে লোক রেখে ভোটারদের তার মার্কায় ভোট দিতে বাধ্য করার পরিকল্পনার কথা প্রকাশ্যে বলেছিলেন
একই দিন স্থগিত করা হয় চট্টগ্রামের সাতকানিয়ার এওচিয়া ইউনিয়নের ভোট। এক প্রার্থীর সই নকল করে প্রার্থিতা প্রত্যাহারের অভিযোগ ছিল সেখানে। সেই প্রার্থীর প্রার্থিতা ফিরে পেতে আবেদন করার পর নির্বাচন কমিশন সচিবালয়ের একজন উপসচিবের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে সত্যতা পাওয়ার পর এই সিদ্ধান্ত নেয়া হয়।
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নে নৌকার প্রার্থী মুজিবুল হক চৌধুরী গোপন কক্ষে লোক রেখে ভোটারদের তার মার্কায় ভোট দিতে বাধ্য করার পরিকল্পনার কথা প্রকাশ্যে বলেছিলেন
গত ১৭ মে স্থগিত করা হয় মাদারীপুরের কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের ভোট। স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নেয়ামুল আকন অভিযোগ করেন, তিনি মনোনয়নপত্র জমা দিতে গেলে দুর্বৃত্তরা উপজেলা নির্বাচন কর্মকর্তা, তার এবং সঙ্গে থাকা স্ত্রীসহ পাঁচজনকে মারধর করে মনোনয়নপত্র ছিনিয়ে নেয়। সেদিনই ছিল মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময়।
বিষয়টি গণমাধ্যমে আসার পর ভোট স্থগিত করা হয়।
মাদারীপুরের কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নে এক প্রার্থী মনোনয়নপত্র জমা দিতে গেলে সেটি ছিনিয়ে নেয়ার পাশাপাশি তাকে মারধর করা হয়
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে নৌকার প্রার্থী আরফানুল হক রিফাতকেও সতর্ক করেছে নির্বাচন কমিশন। আইন অমান্য করে তার হয়ে পরোক্ষভাবে ভোটের প্রচারে থাকায় ক্ষমতাসীন দলের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারকেও সতর্ক করে চিঠি দেয়া হয়েছে। তাকে এলাকা ছাড়তে নির্দেশ দেয়া হয়েছে। বাহার অবশ্য এলাকা ছাড়েননি।
আচরণবিধি লঙ্ঘন করায় আওয়ামী লীগের আরও তিনজন সংসদ সদস্যকে সাবধান করে দিয়েছে কমিশন। এরা হলেন শরীয়তপুর-১ আসনের ইকবাল হাসান, ঝিনাইদহ-২ আসনের তাহজীব আলম সিদ্দিকী ও ঝিনাইদহ-১ আসনের মো. আব্দুল হাই।
তবে কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারকে নির্বাচন কমিশন এলাকা ছাড়তে বললেও তিনি সে আদেশ মানেননি।