জাতীয় সংসদে ২০২২-২০২৩ অর্থবছরের জন্য ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট প্রস্তাব উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে বাংলাদেশ ছাত্রলীগ।ছাত্রলীগ এই বাজেটকে উন্নয়নমুখী, শিক্ষাবান্ধব, কর্মসংস্থান উপযোগী এবং অন্তর্ভুক্তিমূলক বলেও আখ্যায়িত করে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ বৃহস্পতিবার বিকেলে এই আনন্দ মিছিলের আয়োজন করে। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে শুরু হয়ে রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়। সে সময় একটি সংক্ষিপ্ত সমাবেশ করে তারা।
সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, ‘গোটা পৃথিবীতে দ্রব্যমূল্য যখন বেড়ে গেছে, তখন নিম্নবিত্ত, কৃষক-শ্রমিক, প্রান্তিক মানুষের আয় ক্ষমতার মধ্যে এ বাজেটের রূপকল্প তৈরি করা হয়েছে। এ জন্য এই বাজেটকে আমরা শিক্ষার বাজেট, তরুণ প্রজন্মের বাজেট, কর্মসংস্থানের বাজেট অন্তর্ভুক্তিমূলক বাজেট, কৃষক-শ্রমিক ও মেহনতী মানুষের বাজেট বলে মনে করি।’
শিক্ষাখাতে বাজেট বাড়ানোর প্রসঙ্গে সাদ্দাম বলেন, ‘বর্তমান সরকার ৮১ হাজার কোটি টাকার শিক্ষা বাজেট বাস্তবায়ন করার রুপকল্প দিয়েছেন।
তিনি আরও বলেন, ‘২০২২-২০২৩ অর্থবছরের এই বাজেট উদাহরণ হয়ে থাকবে। এই বাজেটের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব নেতৃত্বের সামনে একটি উদাহরণ দাঁড় করিয়েছেন।’
পৃথিবীর সকল প্রান্তিক এবং মধ্য আয়ের দেশগুলোর জন্য এই বাজেট টেক্সটবুক এক্সাম্পল হিসেবে থাকবে।’
সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস বলেন, ‘কোভিড ১৯ মহামারীর সকল ধরনের প্রতিকূলতা কাটিয়ে দেশের সবচেয়ে বড় বাজেটের রেকর্ড সৃষ্টি করেছে বাংলাদেশ।’
তিনি বলেন, প্রধানমন্ত্রী যখন সারা দেশে বিজ্ঞান এবং গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয় গড়ে তোলার চেষ্টা করছেন, সেই সময়ে পদ্মা সেতুর উদ্বোধনকে ঘিরে স্বাধীনতা বিরোধী শক্তি ছাত্রদল সারা দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে অরাজকতা সৃষ্টি করছে।’
সমাবেশে অন্যদের মধ্যে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাজহারুল ইসলাম শামীম, সাইফ বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক তাহসান আহমেদ রাসেল, সাংগঠনিক সম্পাদক শেখ ইনান, সাদ বিন কাদের চৌধুরী, আইন সম্পাদক ফুয়াদ হোসেন শাহাদাতসহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের পাঁচ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।