বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

গরিব ও ব্যবসাবান্ধব বাজেট: ওবায়দুল কাদের

  •    
  • ৯ জুন, ২০২২ ২১:৪৫

‘এ বাজেটে স্ট্যাবিলিটির নিশ্চয়তা আছে, সোশ্যাল সেফটি নেটের নিশ্চয়তা আছে, সেফটির নেট আগের চেয়েও ৭ হাজার কেটি টাকা বেড়েছে। এই বাজেট হচ্ছে কোভিড সংকট পরবর্তী বাংলাদেশে, এটা হচ্ছে ঘুরে দাঁড়ানোর বাজেট।’

প্রস্তাবিত বাজেটকে ‘গরিবের বাজেট’ এবং ‘ব্যবসাবান্ধব’বলে প্রশংসা করেছেন শাসক দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘সব দিক বিচার বিশ্লেষণ করে, এ বাজেটে নিম্ন ও মধ্যবিত্তসহ সবাইকে প্রাধান্য দেয়া হয়েছে। কাজেই এটা গরিবের বাজেট, ব্যবসাবান্ধব বাজেট।’

বৃহস্পতিবার সংসদে বাজেট উপস্থাপনের পর অধিবেশন থেকে বেরিয়ে সাংবাদিকদের এ প্রতিক্রিয়া দেন তিনি।

কাদের বলেন, ‘এ বাজেটে স্ট্যাবিলিটির নিশ্চয়তা আছে, সোশ্যাল সেফটি নেটের নিশ্চয়তা আছে, সেফটির নেট আগের চেয়েও ৭ হাজার কেটি টাকা বেড়েছে। এই বাজেট হচ্ছে কোভিড সংকট পরবর্তী বাংলাদেশে, এটা হচ্ছে ঘুরে দাঁড়ানোর বাজেট।’

একই স্থানে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদও বাজেট প্রতিক্রিয়া দেন। তিনি বলেন, ‘এটি গরিববান্ধব বাজেট। মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষেকে সুরক্ষা দেয়ার জন্য এই বাজেট হয়েছে। অভ্যন্তরীণ উৎপাদনকে উৎসাহিত করার জন্য এই বাজেট দেয়া হয়েছে।’

তিনি উল্লেখ করেন, ‘করোনাভাইরাস মহামারী, ইউক্রেইন-রাশিয়া যুদ্ধের কারণে পৃথিবীর বেশিরভাগ দেশে জিনিসপত্রের দাম বেড়েছে। যুদ্ধ কত দিন চলবে এবং বিশ্ব যে মন্দা সেটা কত দিন প্রলম্বিত হবে সেটা আমরা জানি না। সে জন্যে অভ্যান্তরীণ উৎপাদনের উপর জোর দেয়া হয়েছে। সোশাল সেফটি নেট সেটা বাড়ানো হয়েছে, যাতে নিম্ন আয়ের মানুষ সুরক্ষা পায়।’

২০২২-২৩ অর্থবছরের জন্য অর্থমন্ত্রী ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন, যার স্লোগান দেয়া হয়েছে- ‘কোভিডের অভিঘাত পেরিয়ে উন্নয়নের ধারাবাহিকতায় প্রত্যাবর্তন’।

এ বিভাগের আরো খবর