গোপালগঞ্জের কাশিয়ানীতে ব্যাংকে ডাকাতির সময় কর্মকর্তাকে খুনের মামলায় এক আসামির মৃত্যুদণ্ড এবং দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে।
রায়ে মৃত্যুদণ্ড পাওয়া আসামিকে ১ লাখ ও যাবজ্জীবন সাজা পাওয়া দুজনকে ১০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে। খালাস দেয়া হয়েছে ২৫ জনকে।
গোপালগঞ্জের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক আব্বাস উদ্দীন বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ রায় দেন।
নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) শহিদুজ্জামান খান।
তিনি জানান, ২০০৫ সালের ১০ এপ্রিল রাতে কৃষি ব্যাংকে হানা দেয় ডাকাতরা। এ সময় ব্যাংকে অবস্থান করা সেকেন্ড অফিসার আয়ুব হোসেনকে কুপিয়ে ও গুলি করে খুন করেন তারা। লুট করা হয় টাকাও। এ ঘটনায় ব্যাংকের ব্যবস্থাপক শচীন্দ্র নাথ বালা বাদী হয়ে ২৮ জনকে আসামি করে মামলা করেন।
মৃত্যুদণ্ড পাওয়া সমীরন দাস পলাতক, তবে রায় ঘোষণার সময় অন্য আসামিরা আদালতে উপস্থিত ছিলেন বলেও জানান এই আইনজীবী।