কক্সবাজারের পেকুয়ায় তালিকাভুক্ত মাদক কারবারিকে ধরতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশের একটি দল। এতে আহত পেকুয়া থানার ওসি (তদন্ত) কানন সরকারকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উপজেলার উজানটিয়া ইউনিয়নে পেকুয়ারচর এলাকায় বুধবার রাত ১১টার দিকে হামলার ঘটনা ঘটে।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘মাদক কারবারি শাহ আলম মাদক বিক্রির প্রস্তুতি নিচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে তাকে আটক করতে অভিযান চালান ওসি কানন সরকার। বিষয়টি টের পেয়ে দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালান মাদক কারবারিরা। এতে ওসি কাননসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন।’
পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, ‘গুরুতর আহত অবস্থায় ওসিকে প্রথমে পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রাতেই সেখান থেকে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়।’
‘এ ঘটনায় শাহ আলমের বাড়ি ঘেরাও করলেও তাকে আটক করা সম্ভব হয়নি। তালিকাভুক্ত এই মাদক কারবারিকে আটকের চেষ্টা চলছে।’