বাংলাদেশ মিলিটারি অ্যাকাডেমির (বিএমএ) ৮২তম দীর্ঘমেয়াদি কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশনপ্রাপ্তিতে অনুষ্ঠিত হয়েছে রাষ্ট্রপতি কুচকাওয়াজ।
চট্টগ্রামের ভাটিয়ারীর বিএমএ প্যারেড গ্রাউন্ডে বুধবার সকালে এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
কাতারের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল (পাইলট) সালেম হামাদ আল-আকিল আল-নাবেত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন করেন ও প্যারেডের অভিবাদন গ্রহণ করেন। পরে কৃতী ক্যাডেটদের মধ্যে পুরস্কার বিতরণ করেন তিনি।
এদিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
দীর্ঘ তিন বছরের সামরিক প্রশিক্ষণ শেষে এই কুচকাওয়াজের মাধ্যমে ৮২তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সের মোট ১৯৬ জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করেন।
কমিশনপ্রাপ্ত অফিসারদের মধ্যে ১৮০ জন পুরুষ ও ১৬ জন নারী। এ ছাড়া কমিশনপ্রাপ্ত অফিসারদের মধ্যে সাতজন ফিলিস্তিনি এবং একজন শ্রীলঙ্কান অফিসার রয়েছেন।
চট্টগ্রামের ভাটিয়ারীর বিএমএ প্যারেড গ্রাউন্ডে বুধবার সকালে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। ছবি: আইএসপিআরএই কোর্সে সব বিষয়ে শ্রেষ্ঠত্বের জন্য সেরা চৌকস ক্যাডেট বিবেচিত হয়েছেন ব্যাটালিয়ন সিনিয়র আন্ডার অফিসার মো. তানভীর রহিম। এ জন্য তাকে ‘সোর্ড অফ অনার’ এবং সামরিক বিষয়ে শ্রেষ্ঠত্বের জন্য ‘সেনাবাহিনী প্রধান স্বর্ণপদক’ দেয়া হয়।
প্রশিক্ষণ শেষ হওয়ায় ক্যাডেটরা আনুষ্ঠানিক শপথ গ্রহণ করেন। পরে অনুষ্ঠানে আগত নির্বাচিত অতিথিরা এবং প্রশিক্ষণ শেষ করা ক্যাডেটদের মা-বাবা ও অভিভাবকরা নবীন অফিসারদের র্যাংক ব্যাজ পরিয়ে দেন।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি হিসেবে লেফটেন্যান্ট জেনারেল (পাইলট) সালেম হামাদ বিএমএ প্যারেড গ্রাউন্ডে এসে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানানো হয়। তাকে অভ্যর্থনা জানান আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের এস এম কামরুল হাসান জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), বিএমএর কমান্ড্যান্ট এবং ২৪ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও চট্টগ্রামের এরিয়া কমান্ডার।
অনুষ্ঠানে উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা এবং সদ্য কমিশন পাওয়া অফিসারদের মা-বাবা ও অভিভাবকরাও উপস্থিত ছিলেন।