মাদারীপুর সদরে গৃহবধূকে কুপিয়ে জখম করার অভিযোগে তার স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সদরের কালিকাপুর এলাকা থেকে মঙ্গলবার বিকেলে মিজানুর রহমান নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে সকালে রাজিয়া বেগম নামে ওই গৃহবধূ মিজানুর ও তার প্রথম স্ত্রী লাইজু বেগমের নামে মামলা করেন।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী নিউজবাংলাকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
মিজানুরের বাড়ি উপজেলার পশ্চিম রঘুরামপুর এলাকায়।
এজাহারের বরাতে ওসি জানান, ৭ মাস আগে গোপনে বিয়ে করেন রাজিয়া ও মিজানুর। বিয়ের পরে রাজিয়া জানতে পারে মিজানুর বিবাহিত আগেই, প্রথম সংসারে তার সন্তানও আছে। বিষয়টি নিয়ে তাদের মধ্যে কলহ চলে। স্ত্রী হিসেবে তাকে প্রকাশ্যে আনার জন্য মিজানুরকে চাপ দেন রাজিয়া। এর পর থেকে মিজানুর তাকে এড়িয়ে চলতে থাকেন।
এজাহারে আরও বলা হয়, প্রথম স্ত্রী লাইজু স্বামীর দ্বিতীয় বিয়ের বিষয়টি জানার পর রাজিয়াকে মুঠোফোনে হত্যার হুমকি দেন। এরপর সোমবার রাতে মাদারীপুর শহর থেকে মায়ের সঙ্গে বাড়ি যাওয়ার পথে রাজিয়ার উপর হামলা করেন মিজান ও লাইজু।
রাজিয়া জানান, মাকে নিয়ে ইজিবাইকে তিনি বাড়ির দিকে যাচ্ছিলেন। কালিকাপুর এলাকার বাওরের সামনে পৌঁছালে ইজিবাইকের পথরোধ করে ধারাল অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে পালিয়ে যায় মিজান ও লাইজু। মায়ের চিৎকারে স্থানীয়রা গিয়ে তাকে সদর হাসপাতালে ভর্তি করে।
ওসি জানান, এ ঘটনায় মঙ্গলবার সকালে মিজানুর রহমান ও লাইজুর নামে সদর থানায় মামলা করেন রাজিয়া। এরপর অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় মিজানুরকে। অন্য আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।