চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে অহেতুক ভিড় না করার অনুরোধ জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোর আগুনে দগ্ধদের দেখতে গিয়ে সোমবার দুপুরের দিকে এ অনুরোধ করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘হাসপাতালে যথেষ্ট পরিমাণ রোগী রয়েছেন। আমাদের ডাক্তারদের অভিমত, এখানে ভিড় না করাই উচিত। ভিড় করলে যারা বার্ন হয়েছেন তাদের ইনফেকশন হচ্ছে। সে জন্য আমরা অনুরোধ করব যেন হাসপাতালে ভিড় না করেন।’
মৃতের সংখ্যা নিয়ে একাধিক তথ্যের বিষয়ে মন্ত্রী বলেন, ‘যে ভয়ানক দুর্ঘটনাটি ঘটেছে, এতে শুধু ফায়ার সার্ভিস না, অন্যান্য জায়গারও ৪৯ জন মৃত্যুবরণ করেছেন। যদিও এই ফিগারটা ৪১। অফিশিয়ালি এবং আনঅফিশিয়ালি একটু তারতম্য আছে। অফিশিয়ালি ৪১ জন এবং আনঅফিশিয়ালি ৪৯ জনের কথা বলা হয়েছে। আমরা তদন্ত করে দুর্ঘটনায় কয়জন ইন্তেকাল করেছেন, কয়জন নিহত-আহত হয়েছেন সবগুলো বলতে পারব।’
তিনি আরও বলেন, ‘আপনারা নিশ্চয় দেখেছেন, সেই টার্মিনালে এখনও ধোঁয়া বের হচ্ছে। এখনও আমাদের একটা ফায়ার গাড়ি আটকা পড়ে আছে। ওইখানে অবস্থা স্বাভাবিক হলে বলতে পারব কয়জন প্রকৃত শাহাদাত বরণ করেছেন।
‘আপনারা শুনেছেন, এখনও আমাদের ফায়ার সার্ভিসের দুজন মিসিং রয়েছেন। সবগুলো নিয়ে শিগগিরই আপনাদের বিস্তারিত জানাতে পারব।’