চট্টগ্রামের সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে প্রাণ হারানো ফায়ার সার্ভিসের আরও এক সদস্যের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। এ নিয়ে দুর্ঘটনায় নিহত ৯ জনের পরিচয় পাওয়া গেল।
নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা শাহজাহান সিকদার।তিনি বলেন, ‘কনটেইনার ডিপোতে আগুন লাগার ঘটনায় ফায়ার সার্ভিসের ৯ কর্মীর মরদেহ উদ্ধার হয়। তাদের মধ্যে ৮ জনের পরিচয় রোববার আমরা জানতে পারি। সোমবার লিডার ইমরান হোসেন মজুমদারের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।’
এর আগে ফায়ার ফাইটার রানা মিয়া, নার্সিং অ্যাটেনডেন্ট মনিরুজ্জামান, ফায়ার ফাইটার আলাউদ্দিন, ফায়ার ফাইটার রমজানুল ইসলাম, লিডার নিপন চাকমা, ফায়ার ফাইটার সালাউদ্দিন কাদের চৌধুরী, ফায়ার ফাইটার সাকিল তরফদার, লিডার মিঠু দেওয়ানের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।
তিনি বলেন, ফায়ার সার্ভিসের ১৪ জন এখন চিকিৎসাধীন। তাদের মধ্যে ১২ জন চট্টগ্রাম সিএমএইচে চিকিৎসাধীন, দুজন ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ট্রিটমেন্ট ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি আছেন। একজন চিকিৎসা নিয়ে কাজে যোগ দিয়েছেন।
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে বিএম কনটেইনার ডিপোতে শনিবার রাতে লাগা আগুনে ৪১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত ও দগ্ধ হয়েছে প্রায় ১৫০ জন।