চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে বিএম কন্টেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনায় কারো দায় থাকলে তাকে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সোমবার বিকেল পৌনে তিনটার দিকে আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপ কালে তিনি এ কথা বলেন।
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘কোনো অপরাধকেই আমরা দায়মুক্ত বলি না। যে অপরাধ করছে, আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। আগুনের ঘটনার তদন্ত হচ্ছে। তদন্তের পর দোষীরা চিহ্নিত হবে।
‘যারা এই ঘটনার সঙ্গে জড়িত, যাদের অবহেলার কারণে এ ঘটনা ঘটেছে বা এ ঘটনায় কারও বিন্দুমাত্র অবহেলা বা দায় থাকলে অবশ্যই তাকে বিচারের মুখোমুখি করা হবে।’
এর আগে দুপুরে ২টার দিকে সীতাকুণ্ডে সোনাইছড়ি ইউনিয়নে বিএম কনটেইনার ডিপো পরিদর্শন করেন তিনি।
সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে শনিবার রাতে লাগা আগুনে ৪১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ ও আহত হয়েছে প্রায় ১৫০ জন। তারা চট্টগ্রাম ও ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ দিকে ঘটনার তৃতীয় দিনেও আগুন জ্বলতে দেখা যায় কিছু কনটেইনারে। পানি না পৌঁছানোয় এসব কনটেইনারের আগুন নেভানো যাচ্ছে না বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।