রাজধানীর ওয়ারীর রাজধানী সুপার মার্কেটের সামনের সড়কে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় বাসের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন।
রোববার রাত সাড়ে ১২টার দিকে ঘটা এই দুর্ঘটনায় মো. আবির হোসেন সঞ্জু নামের ২৫ বছর বয়সী যুবক গুরুতর আহত হন। উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসার পর চিকিৎসক রাত দেড়টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
পথচারী সুমন মোল্লা বলেন, ‘রাজধানী সুপার মার্কেটের সামনে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি বাস তাকে ধাক্কা দেয়। রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকলে আমরা তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিক্যালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
তিনি আরও বলেন, কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকার বাসিন্দা ছিলেন তিনি। তিনি মো. শাহজাহান আলীর সন্তান।