বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সাবেক শিক্ষার্থীদের মৃত্যুতে জাবি প্রক্টরের শোক

  •    
  • ৫ জুন, ২০২২ ১৬:২১

নিহতরা হলেন পরমাণু গবেষণা শক্তি কমিশনের জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ আরিফুজ্জামান। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৩৫ তম আবর্তনের বায়োকেমিস্ট্রি বিভাগের ছাত্র ছিলেন। আর বৈজ্ঞানিক কর্মকর্তা পূজা সরকার ৪১তম আবর্তনের পদার্থ বিজ্ঞান বিভাগের ছাত্রী।

সাভারে বাস-ট্রাক সংঘর্ষে হতাহতদের তিনজন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক শিক্ষার্থী। দুজন ঘটনাস্থলেই মারা গেছেন, অন্যজন হাসপাতালে ভর্তি। তার অবস্থা গুরুতর। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শোক জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

নিহতরা হলেন পরমাণু গবেষণা শক্তি কমিশনের জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ আরিফুজ্জামান। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৩৫ তম আবর্তনের বায়োকেমিস্ট্রি বিভাগের ছাত্র ছিলেন। বৈজ্ঞানিক কর্মকর্তা পূজা সরকার ৪১ তম আবর্তনের পদার্থ বিজ্ঞান বিভাগের ছাত্রী ছিলেন।

আহত ফারহানা ইসলাম নামে আরেক ছাত্রী গুরুতর আহত অবস্থায় এনাম মেডিক্যালে ভর্তি। তিনি ৩৫ তম আবর্তনের ছাত্রী ছিলেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান রোববার দুপুরে নিউজবাংলাকে এসব জানান।

হাইওয়ে পুলিশ জানায়, সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর এলাকায় সকাল ৯টার দিকে দুই বাস ও ট্রাকের সংঘর্ষে চারজন নিহত হন, আহত হন অন্তত ১৫ জন।

পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের টেকনিক্যাল কর্মকর্তা আতিকুর রহমান বলেন, ‘সিনিয়র সায়েন্টিফিক অফিসার আরিফুজ্জামান, সায়েন্টিফিক অফিসার পূজা সরকারের পাশাপাশি অ্যাসিট্যান্ট ইঞ্জিনিয়ার কাউসার আহমেদ রাব্বীর লাশ হাসপাতালে দেখেছি।

‘পূজা প্রেগন্যান্ট ছিলেন। ভোরে তারা ঢাকা থেকে প্রতিদিনের মতো আমাদের স্টাফ বাসে করে গণকবাড়ি অফিসে আসছিলেন। বাসটা সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা থেকে ছাড়ে। নিহত হয়েছেন বাসের চালকও।’

বিশ্ববিদ্যালয়টির প্রক্টর বলেন, ‘নিহত দুজনেই আমাদের বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী শিক্ষার্থী। শুধু আমাদের ছাত্র কেনো, বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় কোনো মানুষের প্রাণ যদি চলে যায় সেটা কোন ভাবেই মেনে নেয়া যায় না।

‘তবে আমাদের শিক্ষার্থী হিসেবে কষ্টের ও শোকের জায়গাটা আমাদের বেশি। শুধু আমাদের শিক্ষার্থীই নয় সারাদেশে কেউ যাতে এভাবে সড়ক দুর্ঘটনায় মারা না যায় সেটা আমরা চাই। সড়কে গাড়ি চালানোর যে সুশাসন যেটা আসা দরকার। সেটা আসুক এবং একটা নিয়ন্ত্রণ থাকুক। রাস্তাগুলো গাড়িবান্ধব হোক সেটাই আমরা চাই।’

এ বিভাগের আরো খবর