চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকার কনটেইনার ডিপোতে আগুনে হতাহতদের সর্বোচ্চ ক্ষতিপূরণের প্রতিশ্রুতি দিয়েছেন বিএম কনটেইনার ডিপোর পরিচালক মুজিবুর রহমান।
শনিবার রাত ৯টা ২৫ মিনিটে ডিপোর কনটেইনারে বিস্ফোরণ ও আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। এরপর তাদের ১৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তাদের সঙ্গে সহযোগিতা করছেন ডিপোর কর্মচারীরা।
এরই মধ্যে আগুনে তিন জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।
হতাহতদের পাশে থেকে তাদের সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন মালিক পক্ষ। ডিপোর পরিচালক মুজিবুর রহমান নিউজবাংলাকে বলেন, ‘কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। তবে কনটেইনার থেকেই আগুন ধরেছে বলে ধারণা করছি।
‘নৈতিকতা ও মানবিক দৃষ্টিকোণ থেকে হতাহতদের পাশে থাকব। আহতরা যাতে সর্বোচ্চ চিকিৎসা পায় সে ব্যবস্থা করা হচ্ছে। চিকিৎসার সম্পূর্ণ ব্যয় আমরা বহন করব। এ দুর্ঘটনায় যারাই হতাহত হয়েছে, তাদেরকে সর্বোচ্চ ক্ষতিপূরণ দেয়া হবে। পাশাপাশি সকল হতাহতের পরিবারের দায়িত্ব নেয়া হবে।’
এ ছাড়া প্রশাসন যেভাবে সিদ্ধান্ত দেবে সেভাবেই সহায়তা করার প্রতিশ্রুতি দেন তিনি।
এমন সংকটে সবাইকে মানবিক দৃষ্টিকোণ থেকে পাশে থাকার আহ্বান জানান মুজিবুর রহমান।
এরইমধ্যে দগ্ধদের আর্তনাদে ভারী হয়ে উঠেছে চট্টগ্রাম মেডিক্যাল হাসপাতাল।
জেলার সিভিল সার্জন ইলিয়াছ চৌধুরী আহদের সুচিকিৎসা নিশ্চিতে শহরের সব সরকারি ও বেসরকারি হাসপাতালের চিকিৎসকদের শুধু অ্যাপ্রোন পরে চট্টগ্রাম মেডিক্যালে যাওয়ার নির্দেশ দিয়েছেন।
তিনি বলেন, ‘হাসপাতালে একে একে আনা হচ্ছে আহতদের। অ্যাম্বুলেন্স থেকে শুরু করে সিএনজিচালিত অটোরিকশাতে করেও হতাহতদের আনা হচ্ছে। আহত সংখ্যা শতাধিক ছাড়িয়ে গেছে। দগ্ধদের চিকিৎসায় সব চিকিৎসককে হাসপাতালে আসার নির্দেশ দিচ্ছি। আপনারা শুধুমাত্র অ্যাপ্রোন পরে চলে আসুন।’