চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় বাড়ির ভেতর খাদের পানিতে ডুবে মিনহাজ ও হামজালা দুই শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মুন্সিরহাট দিঘলদী গ্রামের মিজি বাড়িতে এ ঘটনা ঘটে।
তিন বছরের মিনহাজ গ্রামের মিজান মৃধার ছেলে এবং একই বয়সের হামজালা মুক্তার মিজির ছেলে।
প্রতিবেশী আল আমিন জানান, মিনহাজ ও হামজালা উঠানে খেলছিল। তাদের মা নিজ নিজ ঘরে রান্নায় ব্যস্ত ছিলেন। একপর্যায়ে শিশু দুটি উঠানের পাশে খাদের পানিতে পড়ে যায়। খোঁজাখুঁজির পর তাদেরকে পানি থেকে তুলে জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালে নেয়ার আগেই দুই শিশুর মৃত্যু হয় বলে জানান চিকিৎসক অনিমেষ চক্রবর্তী।
এ বিষয়ে মতলব দক্ষিণ থানার ওসি মহিউদ্দিন মিয়া অবগত নন বলে জানান।