ময়মনসিংহের ভালুকায় বজ্রপাতে দুই শিশুর মৃত্যু হয়েছে।
উপজেলার রাজৈ ইউনিয়নের মোহনা এলাকায় বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলো একই ইউনিয়নের মোহনা এলাকার সোহাগ মিয়ার মেয়ে ৯ বছরের সাফা মারিয়াম ও পনাশাইল গ্রামের আজহারুল ইসলামের মেয়ে ৮ বছরের মানসুরা মীম।
তারা স্থানীয় দারুল উলুম হুসাইনিয়া মাদ্রাসায় পড়াশোনা করত।
নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, দুপুরে মাদ্রাসার পাশে খেলছিল শিশুদুটি। সে সময় বজ্রপাতে তারা অচেতন হয়ে পড়ে যায়। স্থানীয়রা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হবে বলে জানিয়েছেন ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম।