বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নিয়োগ পরীক্ষা: প্রক্সিতে লিখিত, মৌখিকে ধরা

  •    
  • ১ জুন, ২০২২ ১৯:৪২

চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নাজমুল আহসান জানান, মৌখিক পরীক্ষা দিতে আসা এই ১৫ জন পরীক্ষার্থীর খাতা যাচাই করে প্রাপ্ত নম্বরের তারতম্যের পাশাপাশি হাতের লেখায় অমিল পাওয়া যায়। পরে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হলে তারা প্রক্সির বিষয়টি স্বীকার করেন।

চট্টগ্রাম জেলা প্রশাসনের রাজস্ব শাখার অফিস পদে নিয়োগে লিখিত পরীক্ষায় প্রক্সি দিয়ে পার পেলেও মৌখিক পরীক্ষায় ধরা পড়েন ১৫ পরীক্ষার্থী।

বুধবার মৌখিক পরীক্ষা দিতে আসলে তাদের আটক করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের ৫ জনকে অর্থদণ্ড ও ১০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়।

এর আগে গত ৬ এপ্রিল তাদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

আটকরা হলেন, মো. ইবরাহীম, নাইমুল ইসলাম, মুরশেদুল আলম, মো. জুনায়েদ, বিপ্লব সুশীল, মনিদীপা চৌধুরী, মোজাম্মেল হোসেন, আলী আজগর, তম্ময় দে, নন্দন দাশ, মান্না দাশ, প্রীতম চৌধুরী, শেখর দাশ, রহিম উদ্দিন ও আসাদুজ্জামান।

বুধবার সকাল দশটা থেকে বিকেল পর্যন্ত নগরের এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম হলে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিকেলে তাদের আটকের বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেন চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নাজমুল আহসান।

তিনি জানান, মৌখিক পরীক্ষা দিতে আসা এই ১৫ জন পরীক্ষার্থীর খাতা যাচাই করে প্রাপ্ত নম্বরের তারতম্যের পাশাপাশি হাতের লেখায় অমিল পাওয়া যায়। পরে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হলে তারা প্রক্সির বিষয়টি স্বীকার করেন। লিখিত পরীক্ষায় প্রবেশপত্র ফটোশপ করে অন্য প্রার্থীকে দিয়ে পরীক্ষায় পাশ করেন তারা।

জিজ্ঞাসাবাদে তারা জানান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত মেধাবী শিক্ষার্থীরা টাকার বিনিময় তাদের হয়ে লিখিত পরীক্ষায় প্রক্সি দিতে আসেন।

এ বিভাগের আরো খবর