শেখপুরা ইউনিয়ন পরিষদের সদস্য আমজাদ আলী জানান, সকালে বাড়ির পাশে ব্যাট-বল দিয়ে খেলছিল ইসান। এক পর্যায়ে বল খালের পানিতে পড়ে যায়। পানি থেকে বল আনতে গিয়ে সে ডুবে যায়।
দিনাজপুর সদর উপজেলায় খালের পানিতে ডুবে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
শেখপুরা ইউনিয়নের বলতৈড় গ্রামে মঙ্গলবার সকালে বাড়ির পাশের একটি খালে ডুবে সে মারা যায়।
শিশু ইসান বাবু এলাকার সাব্বির হোসেনের ছেলে।
পরিবারের বরাতে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আমজাদ আলী জানান, সকালে বাড়ির পাশে ব্যাট-বল দিয়ে খেলছিল ইসান। এক পর্যায়ে বল খালের পানিতে পড়ে যায়।
পানি থেকে বল আনতে গিয়ে সে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পরও ইসানকে পায়নি তার বাবা-মা। পরে খালের পানিতে মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।