একই স্থানে যুবদল ও ছাত্রলীগ কর্মসূচি ঘোষণা করায় ঠাকুরগাঁওয়ের বেগুনবাড়ি ইউনিয়নের দানারহাট ঈদগা মাঠে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
সোমবার রাত ১২টা পর্যন্ত ওই এলাকায় সব ধরনের সভা-সমাবেশের ওপর এ নিষেধাজ্ঞা জারি থাকবে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু তাহের মো: শামসুজ্জোহা নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘দানারহাট ঈদগা মাঠে সোমবার বিকেল ৩ টায় ১৯ নম্বর বেগুনবাড়ি ইউনিয়ন যুবদল দ্বি-বার্ষিক সম্মেলন আয়োজন করেছে। একই সময়ে ছাত্রদল নেতার প্রধানমন্ত্রীকে নিয়ে ‘কটূক্তির প্রতিবাদে একই ইউনিয়ন ছাত্রলীগ বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে।
‘তাই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও আশেপাশের এলাকার সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে।’
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম নিউজবাংলাকে বলেন, ‘উপজেলা প্রশাসনের নির্দেশনা মোতাবেক ১৪৪ ধারা কার্যকর করতে দানারহাট ঈদগা ও আশেপাশের এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’