বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

হাতিরঝিলে আইল্যান্ডে মোটরসাইকেলের ধাক্কা, দুুইজন নিহত

  •    
  • ৩০ মে, ২০২২ ১১:৪১

দুর্ঘটনায় একজন ঘটনাস্থলে এবং আরেকজন হাসপাতালে মারা যান। তাদের বয়স ২৮ থেকে ৩০ বছরের মধ্যে। নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

রাজধানীর হাতিরঝিল এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন।

হাতিরঝিলের মধুবাগ ব্রিজ থেকে মগবাজার রেইনবো ক্রসিংয়ের দিকে যাওয়ার পথে সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় একজন ঘটনাস্থলে এবং আরেকজন হাসপাতালে মারা যান। তাদের বয়স ২৮ থেকে ৩০ বছরের মধ্যে। নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ নিউজবাংলাকে জানান, মোটরসাইকেলে চড়ে দুজন মধুবাগ ব্রিজ থেকে মগবাজারের দিকে যাচ্ছিলেন। পথে মোটরসাইকেলটি আইল্যান্ডে ধাক্কা খেলে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।

ওসি আরও জানান, এ ছাড়া মোটরসাইকেলের আহত এক আরোহীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, দুর্ঘটনায় আহত একজনকে এক সিএনজিচালক উদ্ধার করে হাসপাতালে আনেন। চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়।

তিনি জানান, ওই দুর্ঘটনায় একজন ঘটনাস্থলেই মারা যান, তার মরদেহ ময়না তদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঢামেকে মারা যাওয়া ব্যক্তির মরদেহ এই হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এ বিভাগের আরো খবর