কুমিল্লায় রেলস্টেশনে চট্টগ্রাম থেকে ঢাকাগামী কেরোসিন তেলবোঝাই ট্যাংকের ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে।
রেলস্টেশনের অদূরে শাসনগাছা রেলগেইটে ট্রেনের নবম বগির চারটি চাঁকা বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে লাইনচ্যুত হয়।
এতে আলেখারচর বিশ্বরোড থেকে কান্দিরপাড় সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। তবে ফ্লাইওভার দিয়ে যানচলাচল করছে।
কুমিল্লা জেলা রেলওয়ের প্রকৌশলী বিভাগের প্রধান মোরসালিনুল রহমান বলেন, ‘কী কারণে ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে সেটা খোঁজ নেয়া হচ্ছে। ঘটনাটি স্টেশন এলাকায় হওয়ায় অন্য লাইনে ট্রেন চলাচলে ব্যবস্থা করা হয়েছে। ট্রেন চলাচল স্বাভাবিক আছে।’
‘আশা করছি ঘণ্টা খানেকের মধ্যে লাইনচ্যুত হওয়া ট্রেনটিরও উদ্ধার কাজ শেষ হবে।’