সরকারবিরোধী আন্দোলন গড়ে তুলতে বিএনপি অন্য দলের নেতাদের সঙ্গে যে আলোচনা শুরু করেছে, তাতে জনগণের কোনো লাভ নেই বলে মনে করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বিএনপির এই সংলাপ শুরুর দুদিন পর বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
কাদের বলেন, ‘নির্বাচন এলেই বিএনপি বাঘা বাঘা নেতার সঙ্গে ঐক্য করে। কিন্তু এ ঐক্য থেকে জনগণ কখনও সুফল পায়নি।’
বিএনপির এই ঐক্যকে ‘কাগুজে’ এবং ‘নেতায়-নেতায় ঐক্য’ বলে অভিহিত করেন আওয়ামী লীগ নেতা। বলেন, ‘এ ধরনের ঐক্য জনগণকে বিভ্রান্ত করতে পারবে না।’
২০১৮ সালের জাতীয় নির্বাচনের আগে ড. কামাল হোসেনের গণফোরাম, আ স ম আবদুর রবের জেএসডি, মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্য, আবদুল কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগের সঙ্গে ঐক্য গড়ে জোটের নাম রাখা হয় ঐক্যফ্রন্ট। পাশাপাশি চালু থাকে ২০ দলীয় জোট।দুই জোটের সম্মিলিত শক্তি ভোটের মাঠে বিএনপির জন্য কোনো সুফল বয়ে আনতে পারেনি। বরং ইতিহাসের সবচেয়ে বাজে ফল করে তারা। যদিও জোটের অভিযোগ, জনগণ সেই নির্বাচনে ভোট দিতে পারেনি, আগের রাতেই ভোট হয়ে গেছে।
এবার বিএনপি ভোটে না গিয়ে আন্দোলনের কথা বলছে। ২০১৪ সালের ৫ জানুয়ারির দশম সংসদ নির্বাচনের আগের মতোই নির্দলীয় সরকারের দাবি তুলছে, বলছে, দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না।
সরকারবিরোধী আন্দোলন গড়ে তুলতে বিএনপি মঙ্গলবার থেকে সংলাপ শুরু করেছে। প্রথম দিন আলোচনা হয় নাগরিক ঐক্যের প্রধান সমন্বয়ক মাহমুদুর রহমান মান্নার সঙ্গে।বিএনপির এই চেষ্টাকে ‘ক্ষমতায় যেতে অন্ধ চোরাগলি খোঁজার চেষ্টা’ হিসেবে তুলে ধরেন কাদের। বলেন, ‘দেশকে অস্থিতিশীল করে ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা চলছে।’
তিনি বলেন, ‘বিএনপি যদি আবারও ২০১৩-১৪ সালের মতো সহিংস ও জ্বালাও-পোড়াও রাজনীতি করে, তাহলে জনগণের জানমাল রক্ষায় জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ রাজপথে মোকাবিলা করতে প্রস্তুত।’
ঘুমন্ত বিএনপি নেতাকর্মীদের জেগে উঠে আন্দোলন করতে মির্জা ফখরুলের বক্তব্যের প্রতিক্রিয়াও জানান কাদের। বলেন, ‘এ বক্তব্য থেকে বোঝা যায়, বিএনপির নেতাকর্মীরা ঘুমের মধ্যেই আবদ্ধ থাকেন সারাক্ষণ।’
দেশে দুঃশাসন চলছে বলে বিএনপি মহাসচিবের অভিযোগকে কাল্পনিক বলে অভিহিত করেন ক্ষমতাসীন দলের নেতা। বলেন, ‘দুঃশাসনের কথা যখন বিএনপি বলে, তখন দেশের মানুষ হাসে। দুঃশাসন বলতে যা বোঝায়, সেটি হলো বিএনপির শাসনামল। তাই বিএনপি নেতাদের দুঃশাসনের কথা বলার আগে আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত।
‘দেশের মানুষ বিএনপির সেই অপশাসন ও দুঃশাসনে আর ফিরে যেতে চায় না। দেশের মানুষ এখন শেখ হাসিনা সরকারের ওপর খুশি।’