বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ঢাবিতে ছাত্রদল-ছাত্রলীগ সংঘর্ষে আহত ৭, আটক ২

  •    
  • ২৬ মে, ২০২২ ১৪:২৭

পূর্বঘোষিত প্রতিবাদ সমাবেশ করতে ১২টার দিকে জাতীয় প্রেস ক্লাব এলাকা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অভিমুখে মিছিল নিয়ে যাত্রা করে ছাত্রদল। তবে তাদের প্রতিহত করতে আগে থেকেই ক্যাম্পাসে অবস্থান নেন ছাত্রলীগের কর্মীরা। ছাত্রদলের মিছিলটি হাইকোর্ট এলাকায় এলে কার্জন হলের সামনে অবস্থান নেয়া ছাত্রলীগের কর্মীরা তাদের ধাওয়া করেন। এতে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকায় ছাত্রলীগের সঙ্গে ছাত্রদল কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে শুরু হয়ে এ সংঘর্ষ চলে প্রায় আধঘণ্টা। এতে আহত হয়েছেন অন্তত ৭ জন। দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

পূর্বঘোষিত প্রতিবাদ সমাবেশ করতে ১২টার দিকে জাতীয় প্রেস ক্লাব এলাকা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অভিমুখে মিছিল নিয়ে যাত্রা করে ছাত্রদল। তবে তাদের প্রতিহত করতে আগে থেকেই ক্যাম্পাসে অবস্থান নেন ছাত্রলীগের কর্মীরা। ছাত্রদলের মিছিলটি হাইকোর্ট এলাকায় এলে কার্জন হলের সামনে অবস্থান নেয়া ছাত্রলীগের কর্মীরা তাদের ধাওয়া করেন। এতে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।

একপর্যায়ে মার খেয়ে ছাত্রদলের কর্মীরা হাইকোর্ট এলাকা ছেড়ে যান। এ সময় হাইকোর্ট মাজারের সামনে ছাত্রদলের একজন কর্মীকে পিটিয়ে গুরুতর আহত করেন ছাত্রলীগের কর্মীরা। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

আধাঘণ্টার এই সংঘর্ষে অন্তত ৭ জন আহত হয়েছেন। তাদের কয়েকজন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন। তবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

সংঘর্ষের শুরুর আধাঘণ্টা পর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন ক্যাম্পাস এলাকার পরিস্থিতি ও যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে প্রতিটি হল ও ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ছাত্রলীগ কর্মীরা মহড়া দিচ্ছেন।

এই ঘটনায় দুজনকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ। এ বিষয়ে জানতে চাইলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মওদুদ হাওলাদার নিউজবাংলাকে বলেন, ‘আমরা দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য ঘটনাস্থল থেকে আটক করেছি। তারা সংঘর্ষে অংশ নিয়েছিল ও পুলিশের কাজে বাধা দিয়েছিল।’

তাদের রাজনৈতিক পরিচয় ও নাম জানতে চাইলে তিনি বলেন, ‘কোন রাজনৈতিক পরিচয় বিবেচনায় তাদের আটক করা হয়নি, সহিংস কর্মকাণ্ডের জন্য তারা আটক হয়েছেন।’

এই ঘটনায় হতাহতের কোনো তথ্য পুলিশের কাছে নেই বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

এ বিভাগের আরো খবর