ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রলীগ ও ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার দুপুরে ছাত্রদল মিছিল নিয়ে ক্যাম্পাসে ঢুকতে চাইলে তাদের বাধা দেয় ছাত্রলীগ। শুরু হয় সংঘর্ষ, ধাওয়া ও পাল্টা ধাওয়া।
পরিস্থিতি শান্ত হলেও বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর থেকে হাইকোর্ট মোড় পর্যন্ত এখনও উত্তেজনা চলছে।
দুপুর ১২টার দিকে হাইকোর্ট এলাকা থেকে পূর্বঘোষণা অনুযায়ী মিছিল বের করে ছাত্রদল। হাইকোর্ট মোড় হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরের দিকে এগিয়ে যায় মিছিলটি। কিন্তু সেখানে আগে থেকেই অবস্থান করছিল ছাত্রলীগের নেতা-কর্মীরা। ছাত্রদলের মিছিলকে বাধা দেয়ার চেষ্টা করেন তারা।
এ সময় ছাত্রলীগকে ধাওয়া দিয়ে কিছুটা এগিয়ে যেতে পারে ছাত্রদল। শুরু হয় ইট-পাটকেল ছোঁড়া। দুই পক্ষের নেতা-কর্মীদের হাতে লাঠি, ইটের টুকরো দেখা যায়।
এর মধ্যে ছাত্রলীগের নেতা-কর্মীরা জড়ো হয়ে পাল্টা ধাওয়া দেয়। এসময় পিছু হটতে দেখা যায় ছাত্রদলকে। ছত্রভঙ্গ হয়ে পড়েন তারা। জাতীয় প্রেস ক্লাব, হাইকোর্ট, গুলিস্তানসহ যে যেদিকে পেরেছে আশ্রয় নিয়ে নিজেদের রক্ষা করেছেন।
ছাত্রদলের নেতা-কর্মীরা চলে যাওয়ার পর ছাত্রলীগের নেতা-কর্মীরা হাইকোর্ট মোড়ে অবস্থান নেন। তারা সেখানে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন।