বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল বন্ধ

  •    
  • ২৬ মে, ২০২২ ১৩:১৭

বিআইডব্লিউটিএর উপপরিচালক ওবায়দুল করিম বলেন, ‘স্রোতের কারণে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটের চ্যানেলের বয়াগুলো ভেসে গেছে। তবে নারায়ণগঞ্জ থেকে বয়া এলেই আমরা তা স্থাপন করব। বয়া স্থাপনের পরে আগের মতো শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে আবারও ফেরি চলাচল শুরু হবে।’

পদ্মায় প্রচণ্ড স্রোতের কারণে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল সাময়িক বন্ধ থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

এই পথে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ফেরি চলাচল বন্ধ আছে। এর পরিবর্তে শিমুলিয়া থেকে মাঝিকান্দি নৌরুটে ফেরি চলছে।

বিআইডব্লিউটিএর উপপরিচালক ওবায়দুল করিম বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন।

বিআইডব্লিউটিএ সূত্রে জানা যায়, সকাল থেকেই পদ্মার স্রোত বেড়ে যাওয়ায় শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটের চ্যানেলের বয়াগুলো সরে যায়। এতে বিআইডব্লিউটিএ সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চ্যানেলে বয়া স্থাপন করতে না পারায় সাময়িকভাবে ফেরি চলাচল এ নৌরুটে বন্ধ রাখা হয়েছে।

উপপরিচালক ওবায়দুল করিম বলেন, ‘স্রোতের কারণে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটের চ্যানেলের বয়াগুলো ভেসে গেছে। তবে নারায়ণগঞ্জ থেকে বয়া এলেই আমরা তা স্থাপন করব। বয়া স্থাপনের পরে আগের মতো শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে আবারও ফেরি চলাচল শুরু হবে।’

বর্তমানে রোরো, কেটাইপ, মিডিয়ামসহ ৬টি ফেরি চলাচল করছে মাঝির কান্দি নৌরুটে। লঞ্চ ও স্পিডবোট চলাচল স্বাভাবিক রয়েছে।

ঘাট পারাপারের অপেক্ষায় বেশ কিছু যানবাহন আছে বলেও জানান তিনি।

এ বিভাগের আরো খবর