রাজধানীর যাত্রাবাড়ীতে মায়ের সঙ্গে অভিমান করে কীটনাশক পান করে এক কিশোরী আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকায় মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া ১৫ বছর বয়সী মোছা. স্বপ্না আক্তার কুতুবখালীর একটি স্কুল থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেছে। সম্প্রতি স্কুলে না গিয়ে বাড়িতেই থাকত সে।
স্বপ্নার বাবা আব্দুর রাজ্জাক বলেন, ‘স্বপ্নার মা গার্মেন্টসে কাজ করে বাসায় এসে দেখে স্বপ্না ছোট বোনের সঙ্গে মারামারি করছে। একপর্যায়ে তাকে বকাঝকা করার পর চড়-থাপ্পড় দেয় তার মা।
‘মায়ের ওপর অভিমান করে ঘরে থাকা তেলাপোকা মারার কীটনাশক পান করে স্বপ্না। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে এলে রাত ১২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
স্বপ্নার গ্রামের বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুর থানার তিলশারপাড়া গ্রামে। তারা তিন বোন এক ভাই। কুতুবখালীর ভাড়া বাসায় থাকা তার বাবা শ্রমিকের কাজ করেন আর মা গার্মেন্টস শ্রমিক।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।