কুষ্টিয়ার মিরপুরে বাসচাপায় পাখি ভ্যানের (মোটরচালিত) চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ভ্যানের আরও ৩ যাত্রী।
উপজেলার নওদাপাড়া সেতুর কাছে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে।
নিহত ভ্যানচালক মো. লিটনের বাড়ি মিরপুরের চৌদুয়ার লক্ষ্মীপুর গ্রামে।
নিউজবাংলাকে তথ্য নিশ্চিত করেছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা।
স্থানীয়দের বরাতে তিনি জানান, বেলা সাড়ে ১১টার দিকে যাত্রী নিয়ে মিরপুরের দিকে যাচ্ছিলেন লিটন। ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস ভ্যানটিকে চাপা দেয়। এতে লিটন ঘটনাস্থলেই মারা যান। ভ্যানের তিন যাত্রী আহত হন।
ওসি বলেন, ‘মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বাসটি জব্দ করে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি।’